বাংলা নিউজ > ভাগ্যলিপি > ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতির আশীর্বাদ পাবেন ৪ রাশির জাতকরা, যোগ দেবেন নয়া চাকরিতে

ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতির আশীর্বাদ পাবেন ৪ রাশির জাতকরা, যোগ দেবেন নয়া চাকরিতে

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, ধর্মীয় কাজ, অর্থ, দান, পুণ্যের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, ধর্মীয় কাজ, অর্থ, দান, পুণ্যের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। ইতিমধ্যে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী আট মাস বৃহস্পতির আশীর্বাদ পাবেন কয়েকটি রাশির জাতকরা।

ইতিমধ্যে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে যে গ্রহকে জ্ঞান, শিক্ষা, ধর্মীয় কাজ, অর্থ, দান, পুণ্যের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কয়েকটি রাশির জাতকরা বৃহস্পতির আশীর্বাদ পাবেন। কোন কোন রাশির জাতকদের ভালো সময় কাটবে, তা দেখে নিন -

মিথুন রাশি

১) সম্পত্তি থেকে আয় বাড়বে।

২) মায়ের থেকে অর্থ লাভ হবে।

৩) কলা এবং সংগীতের প্রতি আগ্রহ বাড়বে।

৪) চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে।

৫) আয় বাড়বে।

৬) পারিবারিক জীবন সুখকর হবে।

৭) সন্তানের থেকে সুখবর লাভ করবেন।

৮) চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। উচ্চপদস্থ অফিসারদের সহযোগিতা পাবেন।

৯) গাড়ি কিনতে পারেন।

আরও পড়ুন: Surya Grahan 2022: সূর্যগ্রহণের জেরে বিপদের মুখে পড়তে পারেন এই রাশির জাতকরা, থাকতে হবে সতর্ক

বৃশ্চিক রাশি

১)  বাড়ি কিনতে পারেন। 

২) মা-বাবার সহযোগিতা পাবেন।

৩) পোশাকের প্রতি আগ্রহ বাড়বে।

৪) পঠন-পাঠনের প্রতি আগ্রহ করা হয়।

৫) শিক্ষা সংক্রান্ত কাজে শুভ ফল লাভ করবেন।

৬) চাকরিতে উন্নতির যোগ তৈরি হচ্ছে। 

৭) আয় বাড়বে। 

৮) বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। ধর্মীয় যাত্রারও যোগ তৈরি হচ্ছে।

ধনু রাশি

১) আত্মবিশ্বাস বাড়বে।

২) কাজের প্রতি উৎসাহ এবং উন্মাদনা বাড়বে।

৩) চাকরির ক্ষেত্রে বিস্তৃত হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন।

৪) চাকরিতে কাজের ভার বাড়বে।

৫) আয় বাড়বে।

৬) মানসিক শান্তি বজায় থাকবে। 

আরও পড়ুন: আগামী ৩ সপ্তাহ কোনও চিন্তা করতে হবে না, উন্নতির পথ প্রশস্ত হবে এই রাশির জাতকদের

মীন রাশি

১) আত্মবিশ্বাস বাড়বে মীন রাশির জাতকদের। ভরপুর থাকবেন আত্মবিশ্বাসে।

২) চাকরি পালটানোর যোগ তৈরি হচ্ছে। উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন।

৩) উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজে বিদেশে যেতে পারেন।

৪) মনে শান্তি থাকবে। প্রসন্ন থাকবে মন।

৫) সন্তানের তরফে সুখবর পাবেন। 

৬) মা বা পরিবারের কোনও বয়স্ক মহিলার থেকে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। 

৭) আত্মীয়ের পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।

বন্ধ করুন