বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবতাদের গুরু বৃহস্পতি নবগ্রহের মধ্যে খুবই বিশেষ স্থান দখল করে রয়েছেন। তাঁকে জ্ঞান, বুদ্ধি, ভাগ্য, বিবাহের কারক বলে মনে করা হয়। আসন্ন সময়ে গুরুর অবস্থানে পরিবর্তন আসতে চলেছে। উল্লেখ্য, গুরুর অবস্থানের এই পরিবর্তনের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এর মাঝে একটি রাশির চক্র পূর্ণ করতে ১২ বছরের সময় লেগে যায়। কারণ গুরুর প্রভাব সব রাশিতে দীর্ঘ সময় পর্যন্ত থাকে। কবে মিথুনে প্রবেশ করে গোচর সম্পন্ন করবেন গুরু বৃহস্পতি? কোন কোন রাশিতে বর্ষণ করবেন সৌভাগ্য? দেখে নিন।
বৃষ
এই রাশির জাতক জাতিকারা খুব লাভ পেতে পারেন। পারিবারিক জীবনে সমস্ত রকমের আনন্দ আসতে থাকবে। এরসঙ্গেই গুরুর দৃষ্টি ষষ্ঠ, অষ্টম, দশমভাবে পড়বে। এই সময় পৈতৃক সম্পত্তি থেকে দারুন লাভ পেতে পারেন। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক থাকবে। বিরোধীদের ওপর বিজয় প্রাপ্তি হবে। ধর্ম কর্ম সংক্রান্ত ক্ষেত্রে পেতে পারেন লাভ। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে ঝুলে থাকতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি মজবুত হবে। আপনার কথা বলার জেরে আপনার যে সাফল্যহীনতা তা সমাপ্তির দিকে যাবে।
সিংহ
আর্থিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ দিন ধরে চলা সমস্যা এবার শেষ হতে পারে। আপনার লাভও হতে পারে এই সময়। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এর সঙ্গেই সন্তানের সঙ্গে চলা সমস্যা শেষ হতে পারে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। সন্তানের দিক থেকে কোনও সমস্যা আসলে তা মিটে যেতে পারে। হঠাৎ করে ধনলাভের যোগ তৈরি হতে পারে। ভাইবোনদের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। শারীরিক ও মানসিক ঝামেলা থেকে পাবেন মুক্তি।
ধনু
দাম্পত্য জীবনে আসবে মাধুর্য। বৈবাহিক জীবনে চলে আসা সমস্যা থেকে পাবেন মুক্তি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসাতেও লাভের বহু যোগ তৈরি হবে। সাফল্য পেতে পারেন বহু দিক থেকে। আমদানি হু হু করে বেড়ে যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। আধ্যাত্মের দিকে মন চলে যেতে পারে। নিজের আত্মমন্থনও করতে পারেন। শ্বশুরবাড়ির দিক থেকে কোনও ভালো খবর পেতে পারেন। জীবনে খুশি আনন্দ থাকবে।
কবে রয়েছে এই গুরু গোচর?
আগামি ১৫ মে ২০২৫ সালে বৃষ রাশি থেকে বেরিয়ে দুপুর ২.৩০ মিনিট নাগাদ বুধের রাশি মিথুনে প্রবেশ করবেন গুরু বৃহস্পতি। সেখান থেকে ২০২৫ সালের ১৮ অক্টোবর তিনি বের হবেন। তারপর তিনি প্রবেশ করবেন কর্কট রাশিতে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )