
এই রাশির জাতকদের ভাগ্য পালটে যাচ্ছে, আগামী ৪ মাস কাটবে দারুণ
১ মিনিটে পড়ুন . Updated: 10 Dec 2021, 07:51 PM IST- আগামী ১২৪ দিন কোন কোন রাশির জাতকদের জন্য সময় ভালো কাটবে -
আপাতত কুম্ভ রাশিতে আছেন বৃহস্পতি। আগামী বছরের ১৩ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবেন। যে গ্রহকে জ্ঞান, ধর্মীয় কাজ, অর্থ, দান, পুণ্যের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। কুম্ভ রাশিতে থাকাকালীন একাধিক রাশির জাতকের জন্য শুভ ফল নিয়ে আসবেন বৃহস্পতি। একনজরে দেখে নিন, আগামী ১২৪ দিন (চার মাস) কোন কোন রাশির জাতকদের জন্য সময় ভালো কাটবে -
মেষ রাশি
১) মেষ রাশির জাতকদের উপর বৃহস্পতির আশীর্বাদ থাকবে
২) শুভ ফল পাবেন।
৩) অর্থ লাভ হবে।
৪) আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে।
৫) চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে।
৬) বিবাহিত জীবন সুখী হবে।
৭) নয়া গাড়ি বা বাড়ি কিনতে পারেন। তেমনই যোগ তৈরি হচ্ছে।
৮) কাজে সাফল্য মিলবে।
মিথুন রাশি
১) হাতে টাকা আসবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে।
২) ভাগ্যের পুরো সহায়তা পাবেন।
৩) মিথুন রাশির জাতকদের এই সময় দুর্দান্ত হবে।
৪) বৈবাহিক জীবন সুখী থাকবে।
৫) পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।
৬) মান-সম্মান বাড়বে।
তুলা রাশি
১) তুলা রাশির জাতকদের জন্য এই সময়টা দারুণ হবে।
২) চাকরি এবং ব্যবসার জন্য ভালো সময় থাকবে।
৩) বিবাহিত জীবনে সুখী থাকবেন।
৪) অর্থ লাভ হবে।
৫) আপনি যে কাজ করবেন, সেজন্য কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন।
৬) চাকরিতে নয়া সুযোগ আসবে।
৭) ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে।
৮) বিবাহিত জীবনে সুখী থাকবেন।
বৃশ্চিক রাশি
১) হাতে অর্থ আসবে। আর্থিক অবস্থা মজবুত হবে।
২) মান-সম্মান বাড়বে।
৩) চাকরি এবং ব্যবসায় লাভের যোগ তৈরি হচ্ছে।
৪) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন।
৫) দাম্পত্য জীবন সুখকর হবে।
৬) কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন।
৭) পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।