Jupiter Transit 2023: স্থান পরিবর্তন করছেন দেবগুরু বৃহস্পতি। মীন রাশি থেকে মেষ রাশির ঘরে স্থান পরিবর্তন হচ্ছে তাঁর। এই অবস্থায় তিনটি রাশির জাতকদের জীবনে সমস্যা দেখা দিতে পারে।
1/5স্থান পরিবর্তন করছেন দেবগুরু বৃহস্পতি। মীন রাশি থেকে মেষ রাশির ঘরে স্থান পরিবর্তন হচ্ছে তাঁর। এই অবস্থায় তিনটি রাশির জাতকদের জীবনে সমস্যা দেখা দিতে পারে।
2/5২৮ মার্চ অস্ত যাচ্ছে বৃহস্পতি। উদয় হচ্ছে ২২ এপ্রিল। মীন রাশি থেকে মেষে এই স্থান পরিবর্তনের মধ্যে তিন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। যেকোনও পদক্ষেপ খুব বুঝে শুনে নিতে হবে।
3/5মেষ: মেষ রাশির দ্বাদ্বশ ঘরে স্থান বদলাচ্ছে বৃহস্পতি গ্রহ। তাই এই কিছু দিন সতর্ক থাকা জরুরি। আর্থিক ডামাডোলের মধ্যে থাকতে হতে পারে। মানসিক ও শারীরিক সমস্যাও দেখা দেবে। এমনকী কাজেও বাধা আসতে পারে। তবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকছে এই রাশির জাতক জাতিকাদের উপর।
4/5সিংহ: সিংহ রাশির অষ্টম ঘর থেকে স্থান পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকারা এই সময় রোগের সম্মুখীন হতে পারেন। এছাড়াও অর্থনৈতিক সমস্যাও দেখা দিতে পারে।
5/5কুম্ভ: কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে উদয় হবেন দেবগুরু বৃহস্পতি। তাই এই রাশির জাতকদের সতর্ক থাকা জরুরি। কথাবার্তায় সাবধানী হোন। গাড়িঘোড়া চড়ার সময় বা চালানোর সময় খেয়াল রাখুন। বিপদের ঝুঁকি থাকতে পারে।