সদ্য ২২ নভেম্বর থেকে গুরু বৃহস্পতি মীন রাশিতে রয়েছে। আর আসন্ন সময়ে সে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। মেষে প্রবেশ করে গুরু বৃহস্পতি গজলক্ষ্মী রাজযোগ তৈরি করবে। যারফলে বহু রাশি অর্থ, সম্পত্তিতে উন্নতির মুখ দেখবে। দেখে নেওয়া যাক এই সমস্ত রাশিগুলি কী কী।
1/5বৈদিক জ্যোতিষমতে বলা হয় গ্রহের গোচরের ওপর নির্ভর করে বহু বিষয়। বহু রাশির জন্য এই গ্রহের গোচরের সুফল দেখা যেতে চলেছে ২০২৩ সালে। এরই মাঝে অন্যতম হল, বৃহস্পতির গোচর। আসন্ন সময়ে তারফলে একাধিক রাশিতে আসবে সুসময়। (HT_PRINT)
2/5সদ্য ২২ নভেম্বর থেকে গুরু বৃহস্পতি মীন রাশিতে রয়েছে। আর আসন্ন সময়ে সে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। মেষে প্রবেশ করে গুরু বৃহস্পতি গজলক্ষ্মী রাজযোগ তৈরি করবে। যারফলে বহু রাশি অর্থ, সম্পত্তিতে উন্নতির মুখ দেখবে। দেখে নেওয়া যাক এই সমস্ত রাশিগুলি কী কী। (HT_PRINT)
3/5মেষ- বৃহস্পতির গোচরের ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি করেছে মেষ রাশি। এই সময়ে কেরিয়ারের উন্নতির প্রবল সম্ভাবনা থাকতে চলেছে। এই সময়কালে আপনি চাকরি বদল করতে পারেন। ব্যবসায় ভালো সময় আসতে চলেছে। চাকরিতে ভালো সুযোগ আসবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)
4/5মিথুন- বৃহস্পতির গোচরে তৈরি গজলক্ষ্মী রাজযোগের ফলে ২২ এপ্রিল থেকে ভালো সময় শুরু হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। বিভিন্ন জায়গা থেকে আয়ের মাধ্যম বাড়তে থাকবে। বহু ক্ষেত্রে বিনিয়োগ থেকে পাওয়া যাবে লাভ। চাকরিতে যাঁরা রয়েছেন তাঁরা পাবেন লাভ। হবে প্রমোশন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)
5/5
ধনু- এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। ব্যবসায় আসবে ভালো সময়। কর্মস্থলে সহকর্মীদের পুরো সহযোগিতা মিলতে পারে। ব্যক্তিগত জীবনে পাবেন বহু ধরনের শুভ সময়। পাবেন আনন্দ। উল্লেখ্য, এই গজলক্ষ্মী রাজযোগ শুরু হবে ২২ এপ্রিল ২০২৩ থেকে। সেই সময় থেকেই ২০২৩ সালে জীবনে আসবে আমূল পরিবর্তন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)