আর কয়েকদিন পরেই কালীপুজো। দুর্গাপুজোর পর বাঙালি যে উৎসব নিয়ে সবচেয়ে বেশি মেতে ওঠে, তা হল কালীপুজো। এই বছর কালীপুজোর তারিখ নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। কখন থেকে অমাবস্যা শুরু হচ্ছে, তা নিয়েও রয়েছে ধন্দ। আসুন দেখে নেওয়া যাক, এই বিষয়ে কী জানাচ্ছে পঞ্জিকা।
কালীপুজো ২০ না ২১ অক্টোবর?
কালীপুজো মূলত নিশীথকালে বা মধ্য রাতে করা হয়। যেহেতু ২০ অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রিকে স্পর্শ করছে, তাই ২০ অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী। আসলে ২০ অক্টোবর কার্তিক অমাবস্যা তিথি শুরু হচ্ছে। ২১ অক্টোবর শেষ হচ্ছে সেই তিথি। সেই কারণেই দিন নিয়ে এই সংশয়। তবে কখন অমাবস্যা তিথি শুরু ও কখন শেষ? এই বিষয়ে ভিন্ন ভিন্ন পঞ্জিকামত রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, কী জানাচ্ছে পঞ্জিকা।
আরও পড়ুন - ধনতেরাসের দিন অবশ্যই করুন এই ৭ কাজ, অন্যথায় রুষ্ট হন মা লক্ষ্মী
আরও পড়ুন - শনির নক্ষত্রে এন্ট্রি নিচ্ছেন মঙ্গল! ব্যাংক ব্যালেন্সের হাল ফিরবে এইসব রাশির
কখন অমাবস্যা তিথি শুরু ও শেষ?
১. বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিথি ও শুভক্ষণ
কালীপুজোর তারিখ: ২০ অক্টোবর, ২০২৫, সোমবার।
অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, সোমবার, দুপুর ৩টে ৪৫ মিনিটে
অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৫টা ৫৪ মিনিট
পুজোর শুভক্ষণ (নিশীথকাল): ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত। মোট ৫০ মিনিট পুজোর শুভ সময়।
২. গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী তিথি ও শুভক্ষণ
কালীপুজোর তারিখ: ২০ অক্টোবর, ২০২৫, সোমবার।
অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, সোমবার, দুপুর ২টো ৫৭ মিনিটে
অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৪টে ২৬ মিনিটে
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।