হিন্দু ধর্মে কার্তিক মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কার্তিক পূর্ণিমার দিনে বারাণসীর বিশ্বনাথধামে বিশেষ পুজো হয় দেবাদিদেব মহাদেবের। এদিকে, দেশ জুড়ে কার্তিক পূর্ণিমার তিথিতে নানান পুজো পার্বন হয়। এমন দিনে অনেকেই সকালে স্নান করে দানের মতো পূণ্য করে। এই সময় বিশেষ পূণ্য লাভ হয় বলেও বিশ্বাস করা হয়। এদিকে, ২০২৪ সালে কার্তিক পূর্ণিমায় বিশেষ কিছু শুভ যোগ তৈরি হতে চলেছে। দেখা যাক, কার্তিক পূর্ণিমা কখন খেকে পড়ছে, আর কী কী শুভ যোগ রয়েছে এই সময়ে।
কার্তিক পূর্ণিমার তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে:-
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ২৯ কার্তিক বা ১৫ নভেম্বর, শুক্রবার, ভোর ৬টা ২১ মিনিটে কার্তিক পূর্ণিমার তিথি শুরু হবে। আর তিথি শেষ হবে বাংলা ক্যালেন্ডার ২৯ কার্তিক শুক্রবার গভীর রাতে। সেদিন গভীর রাত ২ টো ৫৯ মিনিটে তিথি শেষ হবে।
কার্তিক পূর্ণিমার তিথি গুপ্ত প্রেস পঞ্জিকার মতে:-
গুপ্তপ্রেস পঞ্জিকার মতে কার্তিক পূর্ণিমা ২০২৪ এর তিথি ১৫ নভেম্বর, শুক্রবার পড়ছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ পড়ছে ২৯ কার্তিক। সেদিন ভোর ৫ টা ১৩ মিনিটে শুরু হবে তিথি। পূর্ণিমা তিথি শেষ হবে শুক্রবার অর্থাৎ ১৫ নভেম্বর রাত ৩ টে ০২ মিনিট ৩৯ সেকেন্ডে।
( Skin Care with Leftover Rice: বাসি ভাত রোজই ফেলছেন? ত্বকের যত্নে এটি কাজে লাগান, রইল খুব সহজ টিপস)
( Shani Margi impact on Rashifal: মার্গী শনির কৃপায় তুঙ্গে থাকবে উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি)
কার্তিক পূর্ণিমায় শুভ তিথি:-
কার্তিক পূর্ণিমার দিনে পড়ছে দেব দীপাবলী। বিশ্বাস করা হয়, এই দিনে ত্রিপুরাসুর অসুরকে বধ করেছিলেন শিব। সেই থেকে এই দিনকে দেব দীপাবলি হিসাবে উদযাপিত করা হয়। এই ঘটনার পর থেকে দেবাদিদেব মহাদেবের অপর নাম ত্রিপুরারী। এদিকে, কার্তিক পূর্ণিমায় একের পর এক শুভ যোগ রয়েছে। এই সময়, চন্দ্র ও মঙ্গল একে অপরের রাশিতে প্রবেশ করার ফলে শুভ পরিবর্তন যোগ তৈরি হবে। এই সময় গজকেশরী ও বুধাদিত্য যোগও তৈরি হবে। এই সময়ে শনি নিজের রাশি কুম্ভে মার্গী হবেন। তারফলে শশ মহাযোগ তৈরি হবে।