সুস্থ জীবনযাপনের কামনা সকলেই করে থাকেন। তবে নানান ধরনের অসুস্থতা, রোগ ভোগ ইত্যাদি লেগেই থাকে। স্বাভাবিক ভাবেই সুস্থ থাকার জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াও জরুরি হয়ে পড়ে। বাস্তু শাস্ত্র অনুযায়ী সঠিক দিকে রাখা ওষুধও ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে থাকে। কিন্তু ওষুধ রাখার সঠিক দিক সম্পর্কে অনেকেই অভিজ্ঞ নন।
বাস্তু শাস্ত্র অনুযায়ী এমন কিছু দিক রয়েছে, যেখানে ওষুধ রাখলে স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। আবার কিছু কিছু দিকে রাখা ওষুধ ব্যক্তিকে সুস্থ থাকতে সাহায্য করে। তাই বাড়ির কোন দিকে ওষুধ রাখা হচ্ছে সে বিষয় নজর দেওয়া অত্যন্ত জরুরি।
অনেকে রান্নাঘরে ফার্স্ট এড বক্স রাখেন। তবে বাস্তু শাস্ত্র অনুযায়ী রান্নাঘরে ভুলেও ওষুধ রাখতে নেই। বাস্তু অনুযায়ী রান্নাঘরে ওষুধ রাখলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
বাস্তু অনুযায়ী উত্তর, উত্তর-পূর্ব দিকে ওষুধ রাখা উচিত। এদিকে ওষুধ রাখলে অসুস্থ ব্যক্তিও শীঘ্র সুস্থ হয়ে উঠতে পারে।
তবে দক্ষিণ দিকে ওষুধ রাখলে হীতে বিপরীত হতে পারে। তাই বাড়ির দক্ষিণ দিকে ভুলেও ওষুধ রাখবেন না। বাস্তু মতে, এ দিকে ওষুধ রাখলে পরিবারের সদস্যরা ছোটখাটো অসুস্থতাতেও বার বার ওষুধ খেতে থাকেন।