Kendra Tirkon Yog Money Luck Zodiacs: আগামী মাসে মকর রাশিতে তৈরি হতে চলেছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। যে রাজযোগের ফলে একাধিক রাশির জাতকদের অর্থলাভের প্রবল যোগ তৈরি হবে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী ফেব্রুয়ারির গোড়ার দিকে মকর রাশিতে প্রবেশ করতে চলেছেন বুধ গ্রহ। যে গোচরের ফলে মকর রাশিতে অত্যন্ত শুভ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হতে চলেছে। সেই যোগের প্রভাবে একাধিক রাশির জাতকদের ভাগ্য পালটে যাবে। ওই রাশির জাতকদের জীবনে উন্নতির প্রবল যোগ তৈরি হবে।
2/5মেষ রাশি- মকর রাশিতে কেন্দ্র ত্রিকোণ যোগের ফলে মেষ রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। কর্মক্ষেত্রে উন্নতির প্রবল যোগ আছে। নয়া কোনও সংস্থা থেকে চাকরির অফার পেতে পারেন মেষ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। সকলে আপনাকে বাড়তি সম্মান দিয়ে চলবেন। যে মেষ রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5তুলা রাশি- মকর রাশিতে যে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হবে, তার ফলে তুলা রাশির জাতকদের উপর ইতিবাচক প্রভাব পড়বে। এই সময় আপনার মনোবাঞ্চা পূরণ হবে। নিজের পছন্দের জিনিস কিনতে পারেন। যে জিনিসগুলি দীর্ঘদিন ধরে কেনার বাসনা আছে। সেইসব শখ-আহ্লাদ পূরণ করে কারণ কর্মক্ষেত্রে উন্নতি হবে তুলা রাশির জাতকদের।
4/5মকর রাশি- মকর রাশিতেই ত্রিকোণ রাজযোগ তৈরি হতে চলেছে। তার ফলে ওই রাশির জাতকদের ভাগ্য চমক দেবে। আয়ের নয়া উৎস তৈরি হতে পারে। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন মকর রাশির জাতকরা। তাতে অনেকে যোগও দিতে পারেন। যদি কারও সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা করেন, তাহলে মুনাফা লাভের সম্ভাবনা থাকবে। সুখ-সমৃদ্ধি বিরাজ করবে।
5/5মীন রাশি- ত্রিকোণ রাজযোগের প্রভাবে মীন রাশির জাতকদেরও ভালো সময় শুরু হবে। জীবনের নানা ক্ষেত্রে সাফল্য লাভ করবেন মীন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। সিনিয়ররা কাজের প্রশংসা করবেন। আয় বাড়তে পারে।