সকলের উপরই যে কেতুর গোচরে খারাপ প্রভাব থাকে, তা নয়। অনেকের উপরে কেতুর গোটর শুভ ফলও দান করে।বলা হয়, কেতুর প্রভাবে অধ্যায়ন, মোক্ষ, বৈরাগ্যের নানান দিক এগোতে থাকে। দেখে নেওয়া যাক ২০২৩ সালে কেতুর গোচরে কোন কোন রাশিতে শুভ প্রভাব পড়বে।
1/6জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৩ সালে রয়েছে কেতুর গোচর। বৈদিক জ্যোতিষ মতে এর প্রভাব সোজাসুজি ১২ টি গ্রহের উপর পড়তে আরম্ভ করবে। যদিও কেতু গ্রহকে অশুভ মনে করা হয়, তবুও এর প্রভাবে বহু রাশি লাভবান হয়। বলা হয়, কেতুর প্রভাবে অধ্যায়ন, মোক্ষ, বৈরাগ্যের নানান দিক এগোতে থাকে। দেখে নেওয়া যাক ২০২৩ সালে কেতুর গোচরে কোন কোন রাশিতে শুভ প্রভাব পড়বে।
2/6বলা হয়, কেতুর প্রভাবে অধ্যায়ন, মোক্ষ, বৈরাগ্যের নানান দিক এগোতে থাকে। দেখে নেওয়া যাক ২০২৩ সালে কেতুর গোচরে কোন কোন রাশিতে শুভ প্রভাব পড়বে।
3/6বৃষ- বহু দিন ধরে চলতে থাকা, কোনও সমস্যার সমাধান হতে পারে এই সময়ে।বহু দিন ধরে আটকে থাকা কিছু কাজও এই সময়ে সম্পন্ন হতে পারে। আর্থিক লাভ হওয়ার প্রবল যোগ রয়েছে এই সময়ে। অংশিদারির ব্যবসায় অনেকের লাভ হতে পারে। এই সময়ে বিনিয়োগ করা লাভদায়ক হতে পারে।
4/6সিংহ- এই ২০২৩ সালে সিংহ রাশির একাধিক দিক থেকে লাভের যোগ রয়েছে। তার মধ্যে রাহু গোচরের ফলে লাভ আরও বাড়তে পারে। সামাজিক দিক থেকে বাড়তে পারে মান সম্মান। কোনও সম্পত্তির দিক থেকে বিনিয়োগ করলে, পেতে পারেন, দারুন লাভ। কর্মস্থলে আপনার পক্ষে থাকবে আপনার সময়কাল। সহকর্মী ও আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। পরিশ্রমের ফল পাবেন কেতুর কৃপায়।
5/6ধনু-পেশাগত জীবন থেকে ব্যাপক লাভ পেতে পারেন এই ধনু রাশির হাত ধরে। এই গোটা বছরেই রয়েছে আপনাদের উন্নতির যোগ। তবে আলাদা করে, এই বছর আপনারা পেতে পারেন এই উন্নতির মুখ দেখতে। কেরিয়ারে হতে পারে উন্নতি। আসতে পারে আর্থিক বিপুল লাভ।
6/6কেতুর গোচর কবে- মূলত কেতুর গোচর সম্পন্ন হতে চলেছে, ৩০ অক্টোবর। সেই দিন দুপুর ২ টো ১৩ মিনিটে সম্পন্ন হবে কেতুর গোচর। যার প্রভাব বিভিন্ন রাশিতে পড়তে চলেছে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)