বাংলা নিউজ > ভাগ্যলিপি > আজ ধনতেরাস, এক ঝলকে দেখে নিন পুজো ও কেনাকাটার শুভক্ষণ, রাশি মেনে কিনুন এই বস্তু

আজ ধনতেরাস, এক ঝলকে দেখে নিন পুজো ও কেনাকাটার শুভক্ষণ, রাশি মেনে কিনুন এই বস্তু

ধনতেরাসে কন্যা ও মীন রাশির জাতকরা সোনা ও রুপোর গয়না কিনতে পারেন।

এদিন কেনাকাটা করার প্রথাও প্রচলিত আছে, মনে করা হয় এর ফলে সারা বছর সুখ-সমৃদ্ধির আগমন ঘটে থাকে।

আজ ধনতেরাস, আয়ুর্বেদের জনক ধন্বন্তরী জয়ন্তী এদিন। প্রথা মেনে ধনতেরাসের দিনে কুবের, লক্ষ্মী ও ধন্বন্তরী, যমরাজের পুজো করা হয়। এদিন কেনাকাটা করার প্রথাও প্রচলিত আছে, মনে করা হয় এর ফলে সারা বছর সুখ-সমৃদ্ধির আগমন ঘটে থাকে। ধনতেরাসে সোনা, রুপো, পিতল ইত্যাদি বাসন কেনা শুভ। উত্থান জ্যোতিষ সংস্থার নির্দেশক জ্যোতির্বিদ পণ্ডিত দিবাকর ত্রিপাঠী পূর্বাঞ্চলী অনুযায়ী এ দিন রাশি অনুযায়ী কেনাকাটা করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়।

রাশি মেনে যা কিনবেন

মেষ- রুপোর বাটি, ইলেকট্রনিকের জিনিস, স্বর্ণ অলঙ্কার।

বৃষ- কাপড়, ঘট।

মিথুন- সোনার গহনা, স্টিলের বাসন।

কর্কট- রুপোর গহনা বা বাসন, ঘরের জিনিস।

সিংহ- তামার বাসন বা ঘট, লাল রঙের কাপড়।

কন্যা- সোনা বা রুপোর গয়না বা ঘট।

তুলা- কাপড়, সৌন্দর্য বা সাজসজ্জার বস্তু।

বৃশ্চিক- ইলেক্ট্রনিক উপকরণ, সোনার গয়না।

ধনু- সোনার গয়না, তামার বাসন ও মাটির ঘট।

মকর- বস্ত্র, গাড়ি, রুপোর বাসন বা গহনা।

কুম্ভ- সৌন্দর্যের জিনিস, সোনা, তামার বাসন।

মীন- সোনার গহনা, ইলেকট্রনিক উপকরণ।

ধনতেরাসে কেনাকাটার সময়

  • সকাল ৯টা থেকে দুপুর দেড়টা।
  • সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট।
  • রাত ১০টা ৩০ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত।

স্থির লগ্নে পুজোর সময়

কুম্ভ- দুপুর ১টা ২৬ মিনিট থেকে ২টো ৫৭ মিনিট।

প্রদোষ কাল- সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৫৭ মিনিট।

সিংহ- ১২টা ২৮ মিনিট থেকে ২টো ৪৪ মিনিট পর্যন্ত।

শুভ চৌঘড়িয়া- রাত ১২টা ২৮ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

সিংহ- ১২টা ২৮ মিনিট থেকে ২টো ৪৪ মিনিট পর্যন্ত।

বন্ধ করুন