শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী পালিত হয়। এই দিনে নাগ দেবতার পুজো করা হয় এবং সাপকে দুধ পান করানো হয়। ভাই ও পরিবারের নিরাপত্তার জন্য পুজো করেন মহিলারা। শ্রাবণ মাসের পঞ্চমী তিথি নাগ দেবতাদের পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয়, এদিন সাপেদের অর্পিত পুজো নাগ দেবতার কাছে পৌঁছে যায়। এ দিন নাগ দেবতাদের প্রতিনিধি হিসেবে জীবিত সাপের পুজো করা হয়। হিন্দু ধর্মে সাপকে পূজনীয় মনে করা হয়।
নাগ পঞ্চমীর পুজোর শুভক্ষণ
তারিখ- চলতি বছর ১৩ অগস্ট নাগপঞ্চমী।
নাগ পঞ্চমী তিথি শুরু- ১২ অগস্ট ২০২১, দুপুর ৩টে ২৪ মিনিটে।
নাগ পঞ্চমী তিথি সমাপ্ত- ১৩ অগস্ট ২০২১, দুপুর ১টা ৪২ মিনিটে।
পুজোর শুভক্ষণ- সকাল ৫টা ৪৯ মিনিট থেকে ৮টা ২৮ মিনিট।
নাগ পঞ্চমী পুজোর মন্ত্র
সর্বে নাগাঃ প্রীয়ন্তাং মে যে কেচিৎ পৃথ্বীতলে
যে চ হেলিমরীচিস্থা যেন্তরে দিবি সংস্থিতাঃ।।
যে নদীষু মহানাগা যে সরস্বতিগামিনঃ
যে চ বাপীতডগেষু তেষু সর্বেষু বৈ নমঃ।।
অর্থাৎ, এই জগতে আকাশ, স্বর্গ, কুঁয়ো, পুকুর ও সূর্য কিরণে বসবাসকারী সর্প আমাদের আশীর্বাদ দিক। আমরা সকলে আপনাকে বার বার নমস্কার জানাচ্ছি।
এদিন আবার অষ্টনাগের এই মন্ত্র জপ করা উচিত—
বাসুকিঃ তক্ষকশ্চৈব কালিয়ো মণিভদ্রকঃ।
এরাবতো ধৃতরাষ্ট্রঃ কার্কোটকধনঞ্জয়ৌ।।
এতেভয়ং প্রয়চ্ছন্তি প্রাণিনাং প্রাণজীবিনাম্।।