বাংলা নিউজ > ভাগ্যলিপি > পাপমোচিনী একাদশী কাল, জানুন এর শুভক্ষণ ও পৌরাণিক কাহিনি সম্পর্কে

পাপমোচিনী একাদশী কাল, জানুন এর শুভক্ষণ ও পৌরাণিক কাহিনি সম্পর্কে

এ বছর বুধবার, ৭ এপ্রিল পাপমোচিনী একাদশী।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে পাপমোচিনী একাদশী বলা হয়। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত ধরণের পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

প্রতিমাসে দুবার একাদশী পালিত হয়। শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয়। বছরে মোট ২৪টি একাদশী থাকে। বিষ্ণুকে সমর্পিত এই দিনটি। ধর্মে এই ব্রতর গুরুত্ব স্বীকার করা হয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে পাপমোচিনী একাদশী বলা হয়। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত ধরণের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এ বছর বুধবার, ৭ এপ্রিল পাপমোচিনী একাদশী।

শুভক্ষণ:

একাদশী তিথি শুরু- ৭ এপ্রিল ভোররাত ২টো বেজে ০৯ মিনিটে।

একাদশী তিথি সমাপ্ত- ৮ এপ্রিল ভোররাত ২টো ২৮ মিনিটে।

হরিবাসর সমাপ্তি- ৮ এপ্রিল সকাল ৮টা ৪০ মিনিটে।

ব্রতভঙ্গের সময়- ৮ এপ্রিল দুপুর ১টা ৩৯ মিনিট থেকে সন্ধে ৪টে ১১ মিনিট পর্যন্ত।

জানুন এ দিন কী করবেন ও কী করবেন না-

  • এ দিনে বিষ্ণুর পুজো করা উচিত। সম্ভব হলে উপবাস করুন। আবার বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করা উচিত। বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে সমস্ত ধরণের মনস্কামনা পূর্ণ হয়।
  • এদিন সাত্বিক ভোজন গ্রহণ ও আমিষ এবং মদ্যপান ত্যাগ করা উচিত। একাদশীর দিনে ভাত খেতে নেই।
  • এদিন কারও সম্পর্কে অপশব্দ ব্যবহার করবেন না। ব্রহ্মচর্য পালন করা উচিত এদিন।
  • একাদশীর দিনে দান-পুণ্য করা ভালো।
  • একাদশীর দিনে বিষ্ণুকে ভোগ নিবেদন করুন। এই ভোগে তুলসীপাতা দিতে ভুলবেন না।

পাপমোচিনী একাদশীর পৌরাণিক কাহিনি:

প্রাচীন কালে চৈত্ররথ নামক এক সুন্দর বন ছিল। এই বনে তপস্যা করতেন চ্যবন ঋষির পুত্র মেধাবী ঋষি। এই বনেই গন্ধর্ব কন্যা, অপ্সরা ও দেবতাদের সঙ্গে বিচরণ করতেন দেবরাজ ইন্দ্র। মেধাবী ঋষি শিবভক্ত ছিলেন। শিবদ্রোহী কামদেবের অনুচরী ছিলেন অপ্সরারা। তাই এক সময় মেধাবী ঋষির তপস্যা ভঙ্গের জন্য মঞ্জুঘোষা নামক এক অপ্সরাকে পাঠান কামদেব। নিজের নৃত্য ও সঙ্গীত কলা এবং সৌন্দর্যের সাহায্যে মেধাবী মুনির ধ্যান ভঙ্গ করে দেন ওই অপ্সরা। এর পরই তিনি মঞ্জুঘোষার রূপে মোহিত হয়ে যান। বহুবছর মঞ্জুঘোষার সঙ্গে বিলাসিতার জীবন কাটান মেধাবী ঋষি। দীর্ঘ সময় পর যখন মঞ্জুঘোষা ফিরে যাওয়ার অনুমতি চান, তখন নিজের ভুল বুঝতে পারেন তিনি। তপস্যা ভঙ্গের আত্মজ্ঞান হয় তাঁর।

মঞ্জুঘোষা কী ভাবে তাঁর তপস্যা ভঙ্গ করেছে, এ বিষয় জানতে পারলে ক্ষুব্ধ মেধাবী ঋষি তাঁকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিয়ে বসেন। এর পরই ঋষির পায়ে পড়ে শাপমুক্তির উপায় জানতে চান ওই অপ্সরা। তখন মেধাবী ঋষি তাঁকে পাপমোচিনী একাদশী ব্রত পালন করতে বলেন। তিনি জানান যে, এই ব্রত পালন করলে তাঁর পাপস্খলন হবে এবং তিনি পূর্বের রূপ ফিরে পাবেন। অপ্সরাকে মুক্তির পথ জানিয়ে নিজের পিতার কাছে পৌঁছন মেধাবী মুনি। অভিশাপ সম্পর্কে জানতে পেরে ঋষি চ্যবন বলেন যে, ‘হে পুত্র, তুমি এটা ভালো করনি। তুমিও পাপ করেছ। তাই তুমিও পাপমোচিনী একাদশী ব্রত পালন কর।’ এই ব্রত পালন করে মঞ্জুঘোষা ও মেধাবী ঋষি উভয়েই পাপমুক্ত হন।

ভাগ্যলিপি খবর

Latest News

‘খুব কাছাকাছি চলে এসেছে’, মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে? মুখ খুললেন পর্ষদ করবে? ‘‌দুর্নীতিতে যুক্ত পিনারাই বিজয়ন, পদক্ষেপ করে না কেন্দ্র’‌, তোপ প্রিয়াঙ্কার দুর্নীতি ঢাকতে ২০১৬তেই OMR শিট সংরক্ষণের বিধি বদল? বিস্ফোরক অভিযোগ SSCর বিরুদ্ধে Video: পাটনায় রেলস্টেশনের কাছের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আহত ৩০ কাঞ্চনকে গাড়ি থেকে নামালেন কল্যাণ, হাসপাতালে ভর্তি ‘কচি বউ’ শ্রীময়ী, হলটা কী? চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিসমাহ মারুফ বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.