ছট পূজার উপবাস রাখা হয় সন্তান লাভ এবং পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য। ছট পূজা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। যারা প্রথমবার উপবাস রাখতে যাচ্ছেন, তারা এই উপবাসের নিয়ম জেনে নিন।
ছট পূজার উপবাস সবচেয়ে কঠিন কারণ এই পুজোয় ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস রাখা হয়। যারা আগে থেকেই এই ব্রত পালন করে আসছেন, তারা এই ব্রতের নিয়ম জানেন। এই ব্রতের নিয়ম খুবই কঠিন। যারা প্রথমবারের মতো ব্রত রাখতে যাচ্ছেন, তাদেরও জানা উচিত এই ব্রতের নিয়ম। নিয়মিত ব্রত রাখলে তবেই ফল পাওয়া যায়।
ছট পূজার উপবাসের নিয়ম
১ ছট পূজার উপবাস ভগবান সূর্য ও ছটি মাইয়ার জন্য করা হয় , তাই প্রতিদিন সূর্যের পূজা করা এবং ছটি মাইয়াকে স্মরণ করা প্রয়োজন।
২ ছট পূজার উপবাস সবচেয়ে কঠিন কারণ এই পুজোয় ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস রাখা হয়।
৩ ছট পূজা শুরু হয় স্নানের মাধ্যমে, এই পুজোয় সাত্ত্বিক খাবার খাওয়ার বিধান আছে। রসুন-পেঁয়াজ জাতীয় খাবার খেলে ব্রত ব্যর্থ হয়। সেই ব্রতের ফল পাবেন না।
৪ ছট পূজার উপবাসের সময় যে নোনতা খাবার তৈরি করা হয় তাতে সন্দপ লবণ ব্যবহার করা হয়। সাধারণ লবণ পুজোর প্রসাদ তৈরিতে ব্যবহার নিষিদ্ধ।
৫ ছট পূজায় নৈবেদ্য রাখার জন্য একটি নতুন বাঁশের ঝুড়ি ব্যবহার করা হয়। এতে পুরনো ঝুড়ি ব্যবহার করবেন না। একইভাবে, পুজোর সময় যে থালা ব্যবহার করা হয়, তাও নতুন হওয়া উচিত।
৬ ব্রত পালনকারীর বিছানায় ঘুমানো নিষেধ। তিনি মাটিতে মাদুর বিছিয়ে ঘুমাতে পারেন।
৭ ছট পূজার উপবাস শুরুর আগে ঘর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তার পর স্নান করে প্রসাদ বা খাবার তৈরি করুন।
৮ ছট পূজার নৈবেদ্য মাটির উনুনে তৈরি হয়। খাবারের জায়গা থেকে আলাদা করে, ছট পূজার জন্য নৈবেদ্য তৈরি করুন।
৯ মনে রাখতে হবে যে, পুজোর পর প্রসাদ দান করা উচিত। তার আগে কেউ খেয়ে ফেললে সেই প্রসাদ মিথ্যা বলে গণ্য হয়।
১০ ঠেকুয়া অবশ্যই ছট পূজার নৈবেদ্য হিসাবে তৈরি করুন কারণ এটি ছটি মাইয়ার কাছে খুবই প্রিয়।
১১ যে ব্যক্তি ছট পূজার উপবাস পালন করবে, তার উচিত নতুন পোশাক পরিধান করা।
১২ উপবাস ও উপাসনার মধ্যে আত্মসংযম রাখা উচিত। এই চার দিনে নেতিবাচক জিনিস থেকে নিজেকে দূরে রাখুন। কারো প্রতি রাগ করবেন না, কারো সম্পর্কে খারাপ ভাববেন না। ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন।
১৩ ছট পূজার তৃতীয় দিনে সন্ধ্যা অর্ঘ্য নিবেদন করা হলে সেই সময় বাঁশের ঝুড়িতে চালের লাড্ডু, ফল, ঠেকুয়া ইত্যাদি রেখে অস্তগামী সূর্যকে জল নিবেদন করুন।
১৪ ছট পূজার সন্ধ্যায় অর্ঘ্য দিয়ে ছটি মাইয়ার গান করুন ও ব্রতকথা শুনুন। পরের দিন ঊষা অর্ঘ্য নিবেদন করবেন।
১৫ সূর্যকে ঊষা অর্ঘ্য নিবেদনের পর প্রসাদ গ্রহণের মাধ্যমে ছট পূজার উপবাস ভঙ্গ হয়।