আজ দীপাবলি। পশ্চিমবঙ্গে এদিন পালিত হয় কালীপুজো। আবার এদিনই ঘরে ঘরে পূজিত হন লক্ষ্মী। এদিন যে লক্ষ্মী পুজো করা হয়, তা দীপান্বিতা লক্ষ্মী পুজো নামে পরিচিত। সন্ধেবেলা লক্ষ্মী পুজোর আগে জেনে নিন পুজোর শুভক্ষণ।
তিথি- ৪ নভেম্বর, বৃহস্পতিবার।
অমাবস্যা তিথি শুরু- ৪ নভেম্বর সকাল ৬টা ০৩ মিনিট।
অমাবস্যা তিথি শেষ- ৫ নভেম্বর, মধ্যরাত ২টো ৪৪ মিনিট।
লক্ষ্মী-গণেশ পুজোর শুভক্ষণ- সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ৮টা ০৬ মিনিট।
প্রদোষ কালের সময়- ৫টা ৩৫ থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত।
নিশিতা মুহূর্ত- রাত ১১টা ৩৮ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
লক্ষ্মী পুজোর চৌঘড়িয়া শুভক্ষণ
সকালের মুহূর্ত (চর, লাভ, অমৃত)- ১০টা ৪২ মিনিট থেকে দুপুর ২টো ৪৯ মিনিট।
অপরাহ্ন মুহূর্ত (শুভ)- ৪টে ১১ মিনিট থেকে ৫টা ৩৪ মিনিট।
সন্ধ্যার মুহূর্ত (অমৃত, চর)- ৫টা ৩৪ মিনিট থেকে ৮টা ৪৯ মিনিট।
রাতের মুহূর্ত (লাভ)- ১২টা ০৫ মিনিট থেকে ১টা ৪৩ মিনিট।
মাহাত্ম্য
দীপাবলির দিন প্রদীপ প্রজ্জ্বলিত করে অমঙ্গল দূর করা হয়। আবার অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীকে আবাহন করা হয় দীপাবলির দিনে। প্রচলিত ধারণা অনুযায়ী, অলক্ষ্মী ঈর্ষা, দুর্ভাগ্য ও অশুভতার প্রতীক। লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর সঙ্গে সঙ্গে অলক্ষ্মীরও আগমন ঘটে। তাই এ দিন লক্ষ্মী ও অলক্ষ্মীর পুজো করে অলক্ষ্মী বিদায় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে যেমন এদিন কালী পুজো হয়, তেমনই উত্তর ভারতে এদিন লক্ষ্মী-গণেশের পুজো হয়।