বাংলা নিউজ > ভাগ্যলিপি > বুধবার পৌষ অমাবস্যা, জানুন পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য কী করবেন
১৩ জানুয়ারি পৌষ অমাবস্যা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, পৌষ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথি হল পৌষ অমাবস্যা। এ দিন দান-স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। এমন করলে পুণ্যফল লাভ করা যায়। পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য এদিন বিশেষ উপায় করা হয়।
- অমাবস্যার দিন পিতৃপুরুষদের স্মরণ করে অশ্বত্থ গাছে গঙ্গাজল, কালো তিল, চাল, চিনি, জল ও ফুল অর্পণ করা উচিত। এ সময় ‘ওম পিতৃভ্য নমঃ’ মন্ত্র জপ করা উচিত। এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ সম্ভব।
- ক্ষুধার্তদের পায়েস বিতরণ করুন। আবার পিঁপড়েকে চিনি মেশানো আটা খাওয়ান। এমন করেল পাপমুক্তি হয়।
- অমাবস্যার দিন সকালে স্নানের পর আটার গুলি তৈরি করে পুকুর বা নদীতে মাছকে খাওয়ান। এর ফলে সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়।
- কালসর্প দোষ থাকলে রুপোর সাপের পুজো করে নদীতে প্রবাহিত করুন। কোষ্ঠি থেকে কালসর্প দোষ দূর হয় এর ফলে।
- পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য ব্রাহ্মণদের বাড়িতে ডেকে ভোজন করান ও দক্ষিণা দিন।
- পৌষ অমাবস্যার দিন, গোরু, কুকুর, কাককে খাবার খাওয়ান। অমাবস্যার দিন কালো কুকুরকে তেলে তৈরি রুটি খাওয়ালে শত্রু ভয় দূর হয়।
- অমাবস্যার দিনে সন্ধে নাগাদ বাড়ির ঈষাণ কোণে পুজোরস্থানে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এমন করলে সমস্ত সুখ লাভ সম্ভব হয়। এদিন অবশ্যই তুলসীর পরিক্রমা করবেন।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর