কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে দীপ জ্বালানোর রীতিটি এই পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন অংশ। এর মূল তাৎপর্য হলো দেবী লক্ষ্মীকে পৃথিবীতে স্বাগত জানানো এবং তাঁকে ঘরে প্রবেশ করার জন্য পথ দেখানো।
দেবীকে আহ্বানের রীতি
ধর্মীয় বিশ্বাস অনুসারে, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন এবং ঘরে ঘরে ঘুরে দেখেন "কো জাগর্তি" অর্থাৎ "কে জেগে আছো?"। এই রাতে ঘরে ও ঘরের বাইরে (যেমন উঠোন, প্রবেশদ্বার, বারান্দা) মাটির প্রদীপ বা দীপ জ্বালিয়ে ঘর আলোকিত রাখলে তা দেবীর আগমনের পথকে আলোকিত করে। আলো দেখে দেবী সেই ভক্তের গৃহে প্রবেশ করে তাঁকে আশীর্বাদ করেন।
কীভাবে কোথায় জ্বালাবেন দীপ?
বাড়ির প্রতিটি কোণে, বিশেষ করে তুলসী মঞ্চ, ঠাকুর ঘর, রান্নাঘর এবং প্রধান প্রবেশদ্বারে দীপ জ্বালানো হয়। দীপ সাধারণত ঘি বা সর্ষের তেল দিয়ে জ্বালানো হয়। আলোকিত ঘরকে দেবী লক্ষ্মী সুখ-সমৃদ্ধির প্রতীক এবং বাস করার উপযুক্ত স্থান মনে করেন।
আরও পড়ুন - কোজগরী পূর্ণিমায় রাশি অনুযায়ী চাঁদের আলোয় এই দিকে রাখুন পায়েশ, জানুন কোন দিক শুভ
আরও পড়ুন - কোজাগরী পূর্ণিমায় বিরল যোগ এই বছর! এই বিশেষ প্রণালীতে তৈরি পায়েশই করুন নিবেদন
দীপ জ্বালানোর বিশেষ উদ্দেশ্য
শুধু আলো দেখানোই নয়, এই দীপগুলি ভক্তের জাগরণ, ভক্তি ও পবিত্রতার প্রতীক। যাঁরা রাতভর জেগে দেবীর আরাধনা করেন এবং দীপ জ্বেলে রাখেন, তাঁদের ঘর ধন-সম্পদ ও সৌভাগ্যে ভরে ওঠে বলে মনে করা হয়।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।