বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে প্রতিটি গ্রহেরই এক একটি প্রিয় রাশি থাকে। তেমনই প্রতিটি গ্রহের থাকে আলাদা মাহাত্ম্য। সেই জায়গা থেকে কুবেরদেবেরও গুরুত্ব অপরিসীম। প্রতিটি গ্রহের সঙ্গে জড়িত থাকে এক একটি নক্ষত্র। তেমনই প্রতিটি রাশির সঙ্গে গ্রহেরও সম্পর্ক থাকে। যেমন কুম্ভ আর মকরকে শনিদেবের রাশি বলে মনে করা হয়। তেমনই কিছু রাশিতে কুবের দেবের কৃপা বর্ষণ হয়। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে থাকেন। কারা হন লাভবান? রইল জ্যোতিষমত।
ধনু
পরিশ্রমের ফল আপনি পাবেন। তার ফলে সারাজীবন বহু ধন সম্পত্তি লাভ করবেন। এই রাশির জাতক জাতিকারা সৎ হন। এঁরা খুবই পরিশ্রমি হন। যেকোনও কাজ পরিশ্রমের সঙ্গে করে থাকেন। কুবেরের কৃপায় এঁরা বহু পার্থিব জিনিস লাভ করেন। এঁরা টাকা সঞ্চয় খুবই ভালোভাবে করেন। এঁরা ব্যবহারিক দিক থেকে খুবই ভদ্র। যেকোনও পরিস্থিতিতে এঁরা খুশি থাকেন। এঁদের ভাগ্যের সমর্থন চলতে থাকে।
তুলা
তুলা রাশিতেও কুবের দেবের কৃপা বর্ষণ হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা অতি ধনবান হয়ে থাকেন। এঁরা কুবেরদেবের কৃপায় খুবই মান সম্মান প্রাপ্ত করেন। জীবনে নানান দিক থেকে সুখ সুবিধা এঁরা পেতে থাকেন। এঁদের জীবনসঙ্গী এঁদের খুবই যত্ন নেন। এঁরা খুবই রোম্যান্টিক জীবনসঙ্গী পেয়ে থাকেন। এঁরা জীবনে খুব ধন সম্পত্তি রোজগার করতে পারেন।
বৃষ
এই রাশির জাতক জাতিকাদের জীবনে নানানভাবে টাকা রোজগারের সুযোগ আসে। এঁরা বহু উৎস থেকে টাকা রোজগার করতে পারেন। টাকা রোজগার কীভাবে করে ফেলতে হয়, এঁরা জানেন। এঁরা ব্যক্তিগতভাবে খুবই রোম্যান্টিক। এঁরা মশকরা, মজায় থাকতে ভালোবাসেন। এঁদের জীবনে কুবেরের কৃপায় ধন সম্পত্তির অভাব হয় না। খুবই পরিশ্রমী হন এঁরা।
কুবের দেব কে?
পৌরাণিক বিশ্বাস অনুসারে, কুবের লঙ্কাপতি রাবণের সৎ ভাই। রাবণের মৃত্যুর পর কুবেরকে অসুরদের নতুন সম্রাট করা হয়। তিনি যক্ষের রাজাও বটে। তিনি উত্তরের দিকপাল এবং লোকপাল হিসেবেও বিবেচিত হন। তাঁর পিতা মহর্ষি বিশ্রব এবং মাতা দেববর্ণিনী। তিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )