বাংলা নিউজ > ভাগ্যলিপি > কুম্ভে শনির প্রবেশে সতর্ক থাকতে হবে যাঁদের, শুরু হবে সাড়েসাতির প্রথম পর্যায়

কুম্ভে শনির প্রবেশে সতর্ক থাকতে হবে যাঁদের, শুরু হবে সাড়েসাতির প্রথম পর্যায়

২০২২ সালের ২৯ এপ্রিল মকর থেকে কুম্ভে প্রবেশ করবে শনি।

এ সময় ধনু, মকর ও কুম্ভ রাশির ওপর শনির সাড়েসাতি চলছে। এ সময় মিথুন ও তুলা রাশির ওপর শনির আড়াইয়ের প্রভাব রয়েছে।

জ্যোতিষে শনিকে গুরুত্বপূর্ণ গ্রহ মনে করা হয়। শনির অশুভ প্রভাবের কারণে ব্যক্তিকে নানান সমস্যায় পড়তে হয়। শ্লথ গতিতে চলেন শনি, ১২ রাশির গোচর পূর্ণ করতে শনির ৩০ বছর সময় লাগে। কয়েক মাস পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। কুম্ভে প্রবেশের সঙ্গে সঙ্গে মীনে শনির সাড়েসাতির প্রথম পর্যায় শুরু হয়ে যাবে। তাই এ সময় মীন রাশির জাতকদের অধিক সাবধানে থাকতে হবে।

মীন রাশিতে শুরু হচে চলেছে শনির সাড়েসাতির প্রথম চরণ

এ সময় শনি মকর রাশিতে বিরাজ করছেন। ২০২২ সালের ২৯ এপ্রিল মকর থেকে কুম্ভে প্রবেশ করবে শনি। এই রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মীন রাশির জাতকদের ওপর শনির সাড়েসাতির প্রথম পর্যায় শুরু হবে।

শনির সাড়েসাতি চলছে যে সমস্ত রাশির ওপর

এ সময় ধনু, মকর ও কুম্ভ রাশির ওপর শনির সাড়েসাতি চলছে। এ সময় মিথুন ও তুলা রাশির ওপর শনির আড়াইয়ের প্রভাব রয়েছে।

ধনু রাশির জাতকরা পাবেন শনির সাড়েসাতি থেকে মুক্তি

২০২২ সালে ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশের ফলে ধনু রাশির জাতকরা সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। কিন্তু এ বছরই একবার ফের বক্রি দশায় মকর রাশিতে গোচর করবে শনি। মকর রাশিতে শনি বক্রি ও মার্গী হওয়ার কারণে ধনু রাশিতে সাড়েসাতি শুরু হয়ে যাবে। ২০২৩ সালে সাড়েসাতির প্রভাব থেকে সম্পূর্ণ ভাবে মুক্তি পাবে ধনু রাশির জাতকরা।

বন্ধ করুন