মা লক্ষ্মীর কৃপাধন্য রাশিগুলির তালিকায় কোন কোন রাশি রয়েছে, তা নিয়ে জ্যোতিষ মতে এসেছে গণনা। বলা হচ্ছে,যে ,সমস্ত রাশির জাতক জাতিকারামা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন, তাঁদের ব্যবসা থেকে আর্থিক ভাগ্যে প্রভূত উন্নতি হবে। আর্থিক দিক থেকে এঁরা হবেন লাভবান। দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন রাশি রয়েছে।
1/5বৈদিক জ্যোতিষ অনুসারে কোন কোন রাশির জন্য ২০২৩ সাল খুবই ভালো কাটবে তা নিয়ে রয়েছে বহু গণনা। তবে বিভিন্ন রাশি নিয়ে একাধিক জ্যোতিষ গণনা রয়েছে। জ্যোতিষ গণনা রয়েছে গ্রহগুলির গতিবিধি নিয়ে। তবে জ্যোতিষবিদরা বলছেন, ২০২৩ সালে মা লক্ষ্মীর কৃপা পেয়েও একাধিক রাশির জাতক জাতিকারা সুখ, স্বাচ্ছন্দ্য ও আর্থিক লাভ উপভোগ করবেন।
2/5মা লক্ষ্মীর কৃপাধন্য রাশিগুলির তালিকায় কোন কোন রাশি রয়েছে, তা নিয়ে জ্যোতিষ মতে এসেছে গণনা। বলা হচ্ছে,যে ,সমস্ত রাশির জাতক জাতিকারামা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন, তাঁদের ব্যবসা থেকে আর্থিক ভাগ্যে প্রভূত উন্নতি হবে। আর্থিক দিক থেকে এঁরা হবেন লাভবান। দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন রাশি রয়েছে। ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
3/5কর্কট- মা লক্ষ্মীর আশীর্বাদে ২০২৩ সালে কৃপাধন্য থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। বিনিয়োগে আসতে চলেছে বহু লাভ। এঁরা অত্যন্ত সৎ ও পরিশ্রমী হন। এঁদের সঙ্গে ভালো জুটি হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। কোনও বড় পদের দায়িত্বে আসতে পারেন।
4/5বৃশ্চিক-২০২৩ সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশেষভাবে কৃপা পেতে চলেছেন মা লক্ষ্মীর। থাকবে ভগবান কুবেরের বিশেষ কৃপা। গোটা বছরই কাটবে আনন্দে। মা লক্ষ্মীর কৃপায় অর্থকষ্ট কাটবে। ধন সঞ্চয়ও হবে। বৃশ্চিক রাশির লোকজনের ব্যবসায় গতি আসবে।
5/5তুলা- ২০২৩ সালে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো কাটবে। তুলা রাশির জাতক জাতিকারা এই বছর শনির ঢাইয়া থেকে পাবেন মুক্তি। ফলে অর্থবর্ষণ ব্যাপকভাবে হবে। আর্থিক দিক থেকে উন্নতি হবে। ধন সম্পত্তি সংক্রান্ত সমস্ত কাজই হবে ভালো। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )