জ্যোতিষ গণনা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কুম্ভ রাশিতে বুধ ও শুক্রের যুতি দেখতে পাওয়া যাবে। তারফলেই তৈরি হতে চলেছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই রাজযোগ ভীষণই গুরুত্বপূর্ণ ও শুভ মনে করা হচ্ছে। দেখা যাক, এই যোগের ফলে কোন কোন রাশি লাভবান হতে চলেছে।
1/5জ্যোতিষশাস্ত্র অনুসারে সময়ে সময়ে গ্রহ পরিবর্তন করে রাশি। যার প্রভাব পড়তে থাকে সাধারণ মানুষের জীবনে। ২০২৩ সালের শুরুর দিকেও রয়েছে একাধিক গ্রহের রাশি পরিবর্তন। এই রাশি পরিবর্তনের ফলে আসন্ন সময়ে শুরু হতে চলেছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ।
2/5জ্যোতিষ গণনা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কুম্ভ রাশিতে বুধ ও শুক্রের যুতি দেখতে পাওয়া যাবে। তারফলেই তৈরি হতে চলেছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই রাজযোগ ভীষণই গুরুত্বপূর্ণ ও শুভ মনে করা হচ্ছে। দেখা যাক, এই যোগের ফলে কোন কোন রাশি লাভবান হতে চলেছে।
3/5সিংহ-নতুন বছরে লক্ষ্মী নারায়ণ যোগ একাধিক রাশির জন্য সুখবর নিয়ে আসতে চলেছে। সেই তালিকায় রয়েছে সিংহ রাশিও। অংশিদারির কাজে পাবেন সাফল্য। বৈবাহিক সম্পর্ক আগের থেকে ভালো হবে। চাকরি যাঁরা করছেন তাঁরা পাবেন পদোন্নতি দেখতে। বাড়তে পারে বেতন। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
4/5মিথুন- লক্ষ্মী নারায়ণ যোগের ফলে বিদেশ যাত্রা ও ভাগ্যের স্থানে প্রভূত উন্নতি রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। চাকরিরতদের জন্য এই সময়কাল খুবই ভালো। প্রেমের প্রস্তাব আসতে পারে। থেমে থাকা কাজ ফের শুরু হতে পারে। সরকারি চাকরির জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁরা পেতে পারেন কাঙ্খিত সাফল্য।
5/5বৃশ্চিক- এই সময় জমি বা বাড়ি কেনার হলে তা শুভ ফল দিতে চলেছে। ব্যবসা যদি রিয়েল এস্টেটের হয়, তাহলে পেতে পারেন শুভ ফল। মায়ের থেকে পেতে পারেন সহযোগিতা। বিলাসিতার নানান সামগ্রী সহজে হাতে পেতে পারেন। মায়ের সমর্থন পাবেন সব কাজে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)