জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র ও বুধের পরিস্থিতি অনুযায়ী বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে প্রভাব পড়ে। আসন্ন সময়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শুক্র। এরপর ফেব্রুয়ারিতে রাতে বুধ এই রাশিতে প্রবেশ করবেন। বুধ ও শুক্রের এই যুতিতে একাধিক রাশির লাভ হবে। আর এই যুতিই তৈরি করতে চলেছে লক্ষ্মী নারায়ণ যোগ। এই লক্ষ্মীনারায়ণ যোগে কার কার লাভ হবে দেখে নিন।
মীন
এই রাশির জাতক জাতিকারা লক্ষ্মীনারায়ণ যোগে ব্যাপক লাভ পাব। আকস্মিক ধনলাভ হবে এই সময়। পরিবারের সঙ্গে চলা সমস্যা সমাপ্ত হতে পারে। চাকরি আর ব্যবসায় খুবই লাভ হবে। পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। সমাজে মান সম্মান বৃদ্ধি হতে পারে। পরিবারে গুরুজন আর বন্ধুদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। যারফলে আপনি লক্ষ্যপ্রাপ্তিতে লাভবান হবেন।
কুম্ভ
আসন্ন সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা, যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা বিপুল লাভ পাবেন। কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা বহু দিক থেকে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। বুদ্ধির দিক থেকে নানান দিক থেকে লাভ পাবেন। আপনি বহু সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। শিক্ষা ক্ষেত্রে হওয়া কোনও কাজ সফল হবে। টাকার দিক থেকে অনেক লাভ হবে।
মিথুন
এই রাশির জাতক জাতিকারা নানানভাবে লাভ পাবেন। কেরিয়ারের দিক থেকে বিপুল লাভ পাবেন। আধিকারিকদের পুরো সমর্থন আপনি পাবেন কর্মক্ষেত্রে। পরিবারে চলা সমস্যা মিটিয়ে নিতে পারবেন। এরসঙ্গেই যাঁরা চাকরি করেন তাঁদের সঙ্গে খুবই লাভ হবে। বেতনে বৃদ্ধি হতে পারে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে। ব্যবসাতেও ভরপুর লাভ পাবেন। ভাগ্যের সম্পূর্ণ লাভ সব দিক থেকে পাবেন সাফল্যের প্রেক্ষিতে।
কবে রয়েছে এই যোগ?
আগামী ২৮ জানুয়ারি, মীন রাশিতে প্রবেশ করবেন শুক্র। আর সেখানে তিনি ৩১ মে পর্যন্ত থাকবেন। এরপর ২৭ ফেব্রুয়ারি রাত ১১ টা ৪৬ মিনিটে মীনে প্রবেশ করবেন বুধ। তারফলে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )