বাংলা নিউজ > ভাগ্যলিপি > Libra Horoscope Today: তুলার দৈনিক রাশিফল: সাফল্য মিলবে, সতর্ক থাকলে ব্যবসায় বাড়বে মুনাফা

Libra Horoscope Today: তুলার দৈনিক রাশিফল: সাফল্য মিলবে, সতর্ক থাকলে ব্যবসায় বাড়বে মুনাফা

Libra Horoscope Today: আজ তুলা রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন।

Libra Horoscope Today: বুধবার (২২ জুন) কেমন কাটবে তুলা রাশির জাতকদের, তা জানাচ্ছেন জ্যোতিষীরা। সার্বিকভাবে কেমন দিন কাটবে; প্রেমজীবন, স্বাস্থ্য ও কেরিয়ার কেমন থাকবে, তা জেনে নিন।

কেরিয়ার রাশিফল: কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। নিজের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে কাজ করতে হবে। যা আপনার পদোন্নতির ক্ষেত্রে সাহায্য করবে। হাতে বেশি অর্থ আসতে পারে। বোনাস পেতে পারেন।

আর্থিক রাশিফল: ব্যবসার দিক থেকে তুলা রাশির জাতকরা লাভবান হবেন। ব্যবসায় মুনাফা বাড়বে। তবে সতর্ক থাকতে হবে। উলটো-পালটা খরচও বৃদ্ধি পেতে পারে।

স্বাস্থ্য রাশিফল: তুলা রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে। ছোটোখাটো রোগে ভুগতে পারেন। সেজন্য চিকিৎসার প্রয়োজন আছে। জীবনযাত্রায় পরিবর্তনের প্রয়োজন আছে। তাহলেই পরিস্থিতির পরিবর্তন হবে তুলা রাশির জাতকদের।

প্রেম রাশিফল: কাজের প্রবল চাপ থাকবে। তার জেরে জীবনসঙ্গী বা প্রেমিক/প্রেমিকাকে কম সময় দিতে পারবেন। তাই ফাঁকা সময় পেলেই জীবনসঙ্গীর ভালো সময় কাটানোর উপর জোর দিতে হবে। সেইসময় শুধু নিজেদের দু'জনের রাখুন, যাতে দু'জনের সম্পর্কে ফের পুরনো উন্মাদনা ফিরে আসে।

লাকি নম্বর: ১৫।

লাকি কালার: সাদা।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)

বন্ধ করুন