বাংলা নিউজ > ভাগ্যলিপি > তুলার দৈনিক রাশিফল: আজ কেমন কাটবে আপনার? জানুন নিজের ভাগ্যফল

তুলার দৈনিক রাশিফল: আজ কেমন কাটবে আপনার? জানুন নিজের ভাগ্যফল

Libra Horoscope Today: আজ তুলা রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন।

Libra Horoscope Today: আজ তুলা রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন।

তুলা রাশি

Libra Horoscope Today: আজ (মঙ্গলবার, ২৮ জুন) কেমন কাটবে তুলা রাশির জাতকদের, তা জানাচ্ছেন জ্যোতিষীরা। সার্বিকভাবে কেমন দিন কাটবে; প্রেমজীবন, স্বাস্থ্য ও কেরিয়ার কেমন থাকবে, তা জেনে নিন।

তুলা রাশি- চাকরিতে বাড়তি কোনও দায়িত্ব পেতে পারেন। আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে। অতিরিক্ত রেগে যাবেন না। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মতবিরোধ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ব্যবসায় অবস্থার উন্নতি হবে। খরচ হ্রাস পাবে। মনে হতাশা ও অতৃপ্তি থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে।

লাকি নম্বর: ২২।

লাকি কালার: অলিভ গ্রিন।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)

বন্ধ করুন