Daily Horoscope 11 February 2023: দৈনিক রাশিফলের বিচারে তুলা থেকে মীন এই ৬ টি রাশির ১১ ফেব্রুয়ারি দিনটি কেমন কাটবে, জেনে নিন। অর্থ, থেকে শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার, প্রেমের দিক থেকে দেখে নিন আজকের রাশিফল।
1/7জ্যোতিষ শাস্ত্র মতে ১১ ফেব্রুয়ারি ২০২৩ কেমন কাটবে তার আভাস রয়েছে দৈনিক রাশিফলে। শনিবার ১২ রাশির মধ্যে তুলা থেকে মীন, এই ৬ রাশির স্বাস্থ্য, অর্থ, প্রেম, শিক্ষা, পেশাগত জীবনে কী কী উত্থান পতন রয়েছে তার আভাস রাশিফলে উঠে আসছে। একনজরে দেখা যাক এই ছয় রাশির ভাগ্য গণনা।
2/7তুলা- নতুন নতুন অনুভূতি, অভিজ্ঞতা নিয়ে আসবে আজকের দিনটি। জীবনসঙ্গীর সহায়তার অনেক দিক থেকে আপনি পাবেন উন্নতির দিশা দেখতে। ঠান্ডা লেগে কোনও রোগ বাঁধাতে পারেন আজ। তাই স্বাস্থ্যের দিক থেকে থাকুন সচেতন। কিছু পুরনো ভুল আজ ক্ষমা হয়ে যেতে পারেন. তাতে আপনি মানসিকভাবে শান্তি পেতে পারেন।
3/7বৃশ্চিক- ধন সম্পত্তির দিক থেকে আজকের দিনটি ভালো থাকতে পারে। আপনার আয়ে বৃদ্ধি হওয়ার ফলে পুরনো অনেক ঋণ শোদ করতে পারবেন। কোনও রসিক ব্যক্তিত্বের সঙ্গ আপনার সাক্ষাৎ হতে পারে। আপনার জন্য সেই ব্যক্তি কোনও খবর নিয়ে আসতে পারে। কেউ ঝগড়া করতে এলেও আজ আপনি মাথা ঠান্ডা রাখুন। মিলবে সুফল।
4/7ধনু- সাংসারিক সুখ ভোগের সবচেয়ে ভালো সময় আজ। কোর্ট সংক্রান্ত কোনও মামলায় আপনি আজ জড়িয়ে পড়তে পারেন। কারোর সঙ্গে কোনও ঝগড়া হলে, তা নিয়ে আপনার মন খারাপ বাড়তে থাকবে। দৈনিক প্রয়োজনের জিনিসপত্র আজ কিনতে পারেন আপনি। নতুন কোনও শত্রু আপনাকে বিপাকে ফেলতে পারেন। সাবধানে থাকুন।
5/7মকর- আপনার জন্য আজকের দিনটি অনুকূল হতে থাকবে। ব্যবসায় আজ কোনও পরিবর্তন আনবেন না। আপনি পরিবারে আপনার পাওয়া দায়িত্বকে সম্মানে রক্ষা করুন। কোনও বন্ধুর বাড়িতে নেমতন্নে যেতে পারেন। কাউকে সাহায্য করার সুযোগ পাবেন।
6/7কুম্ভ- খুবই দৌড়াদৌড়ি চলবে এই কয়েকটি দিনে। পরিবারে কোনও সদস্যের স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়ায় মুশকিলে পড়ে যেতে পারেন। খরচা বাড়বে। বাজেটেও খানিকচা উদ্বেগ থাকবে। কোনও নথিতে সই করতে গেলে সাবধান হোন। কোনও কথায় না বুঝে সম্মতি জানাবেন না। জীবনসঙ্গীর সহযোগিতা ভরপুর মাত্রায় পাওয়া যাবে।
7/7মীন- ব্যবসা যাঁরা করছেন, তাঁদের জন্য আজকের দিনটি খুবই ভালো। ব্যবসায়ীদের কোনও দীর্ঘদিন আটকে থাকা চুক্তি সম্পন্ন হতে পারে। নতুন নতুন যোজনা ভালো লাভ দিতে পারে। সন্ধ্যানাগাদ কোনও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। কোনও সমস্যার সমাধানে মা বাবার দেওয়া পরামর্শ শুভ ফল দিতে পারে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী, এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা)