মেষ- নিজের আবেগ ব্যক্ত করুন। নিজের মনের কথা প্রকাশ না-করলে প্রেমী আপনার আবেগ বুঝতেও পারবে না।
বৃষ- প্রেমীর সঙ্গে বিরোধিতার মধ্যে দিন কাটবে। বিচারধারায় বিরোধিতা দেখা দেবে।
মিথুন- প্রেম সম্পর্ক ছাড়াও জীবনে নানান গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার পরিবর্তে তা পালন করার চেষ্টা করুন।
কর্কট- প্রেমী আপনাকে কোনও অপ্রিয় কথা বলতে পারেন, আপনি কষ্ট পেতে পারে, তাই নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুদের কাছ থেকে সান্ত্বনা পাবেন।
সিংহ- প্রেমীর সামনে নতুন উদাহরণ পেশ করতে পারেন। প্রেমী আপনার প্রশংসা করবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
কন্যা- প্রেম সম্পর্ক ধীর গতিতে এগোবে। আপনার ব্যবহারও রুক্ষ থাকবে। প্রেম সম্পর্কে সঠিক পথে চালিত করুন।
তুলা- প্রেমীর কাছ থেকে যা প্রত্যাশা করছেন, তা মূল্যায়ণ করে দেখুন। প্রেমী সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম কি না বা তাঁর আরও সময় প্রয়োজন কি না, তা বিচার করে দেখুন।
বৃশ্চিক- প্রেমীর মনে কষ্ট দিতে চাইবেন না। তাই অনিচ্ছা সত্ত্বেও প্রেমীর কথা শুনবেন। বেশি কথা বলতে না-চাইলেও প্রেমীর কথার উত্তর দিন।
ধনু- নিজের ও প্রেমীর মাঝে ভারসাম্য বজায় রাখুন। পরস্পরের জীবনে হস্তক্ষেপ করলে সমস্যা বাড়তে পারে। একে-অপরের সঙ্গ দিন কিন্তু নিজের কথা মান্য করানোর জন্য চাপ দেবেন না।
মকর- আশপাশের লোকেদের কারণে আপনার মনে অসন্তোষ জাগতে পারে। এর ফলে প্রেম জীবনও প্রভাবিত হবে।
কুম্ভ- প্রেম জীবনে আনন্দে এগিয়ে যাবেন। তবে কেউ আপনাকে আটকাতে পারে। অযথা বচসায় জড়াবেন না।
মীন- প্রেমীর সঙ্গে বচসায় জড়ানোর চেয়ে ভালো সেখান থেকে সরে আসুন। প্রেম সম্পর্কের জন্য দিন খুব একটা ভালো নয়। অযথা বিবাদ করবেন না। প্রেমীর মুড ভালো থাকবে।