বাংলা নিউজ > ভাগ্যলিপি > Loyal Lover Zodiacs: আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কি যে কোনও বিপদে পাশে থাকবেন? বলে দেবে জ্যোতিষই

Loyal Lover Zodiacs: আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কি যে কোনও বিপদে পাশে থাকবেন? বলে দেবে জ্যোতিষই

১২ টি রাশির ভিত্তিতে প্রত্যেকের স্বভাব-চরিত্র আলাদা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)

Loyal Lover Zodiacs: ১২ টি রাশির ভিত্তিতে প্রত্যেকের স্বভাব-চরিত্র আলাদা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের স্বভাব-চরিত্র কেমন হবে, তা তাঁর রাশির উপর নির্ভর করে। তেমনই কয়েকটি রাশির জাতক আছেন, যাঁরা যে কোনও পরিস্থিতিতে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের পাশে থাকেন।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের স্বভাব-চরিত্র কেমন হবে, তা তাঁর রাশির উপর নির্ভর করে। ১২ টি রাশির ভিত্তিতে প্রত্যেকের স্বভাব-চরিত্র আলাদা হয়। সেরকমই কোন কোন রাশির জাতকরা গুণবান হন, ভাগ্যশালী হন এবং প্রেমিক/প্রেমিকাদের পাশে থাকেন, তা দেখে নিন -

বৃষ রাশি

১) জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষ রাশির জাতকরা গুণবান হয়ে থাকেন।

২) এই রাশির জাতকরা নিজেদের জীবনসঙ্গীর উপর পুরো নজর দেন।

৩) তাঁরা অন্যদের আনন্দে রাখেন।

৪) বৃষ রাশির জাতকরা সৎ এবং ভরসাযোগ্য হন। 

৫) বৃষ রাশির জাতকরা বন্ধুত্বপূর্ণ হন।

সিংহ রাশি

১) জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সিংহ রাশির জাতকরা নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে প্রচণ্ড ভালোবাসেন।

২) সিংহ রাশির জাতকরা যে কোনও কাজে পারদর্শী হন।

৩) আত্মীয়-স্বজনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন।

৪) সিংহ রাশির জাতকরা অত্যন্ত পরিশ্রমী হন। তার জেরে তাঁরা জীবনের বিভিন্ন কাজে সাফল্য লাভ করেন।

কর্কট রাশি

১) জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্কট রাশির জাতকরা জীবনসঙ্গীর জন্য যে কোনও কাজ করতে হামেশা তৈরি থাকেন।

২) তাঁরা জীবনসঙ্গীদের আনন্দের জন্য যে কোনও কাজ করতে পারেন।

৩) কর্কট রাশির জাতকরা গুণবান হয়ে থাকেন। 

৪) যে কোনও কাজে তাঁরা পারদর্শী হন। 

মীন রাশি

১) জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কোনও কাজে পারদর্শী হন মীন রাশির জাতকরা।

২) নিজের স্বামী বা স্ত্রী'র জন্য যে কোনও কাজ করতে পারেন।

৩) তাঁরা সর্বদা সাহায্য করতে তৈরি থাকেন। 

৪) যে কোনও পরিস্থিতিতে জীবনসঙ্গীর পাশে দাঁড়িয়ে থাকেন।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)

বন্ধ করুন