দেবী লক্ষ্মী যে আপনার স্বপ্নে কোনও সংকেত দিচ্ছেন, তা কোন কোন স্বপ্ন দেখলে বোঝা যায়? সংসারে মা লক্ষ্মী ধন সম্পদের আশীর্বাদ করার আগে বেশ কয়েকটি শুভ স্বপ্ন পরিবারের কেউ কেউ দেখে থাকেন। স্বপ্নে এই জিনিসগুলি দেখলে বুঝতে হবে যে ,বিপুল আর্থিক জোয়ার আসছে।
1/8শাস্ত্র মতে বলা হয়, ঘরে লক্ষ্মী পা রাখার আগে, কিছু ইঙ্গিত দেন। আর অর্থ সম্পত্তিতে জোয়ার আসার আগে স্বপ্নও কিছু সংকেত দেয়। এই সমস্ত সংকেতের আড়ালেই লেখা থাকে, ঘরে শুভ সময় আসতে চলেছে। ঘরে লক্ষ্মী বিরাজ করে ধন , অর্থ, অন্ন পরিপূর্ণ করার কিছু লক্ষণ দেখে নেওয়া যাক।
2/8দেবী লক্ষ্মী যে আপনার স্বপ্নে কোনও সংকেত দিচ্ছেন, তা কোন কোন স্বপ্ন দেখলে বোঝা যায়? সংসারে মা লক্ষ্মী ধন সম্পদের আশীর্বাদ করার আগে বেশ কয়েকটি শুভ স্বপ্ন পরিবারের কেউ কেউ দেখে থাকেন। স্বপ্নে এই জিনিসগুলি দেখলে বুঝতে হবে যে ,বিপুল আর্থিক জোয়ার আসছে।
3/8পেঁচা- স্বপ্নে যদি পেঁচা দেখেন, তাহলে জানবেন তা অত্যন্ত শুভ। লক্ষ্মীর বাহনকে দেখতে পাওয়া গেলে সংসারে আসে বিপুল আর্থিক লাভ। এমনই মান্যতা প্রচলিত রয়েছে। ফলে পেঁচা স্বপ্নে দেখা শুভ বিষয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য সঞ্জীব খান্না/হিন্দুস্তান টাইমস)
4/8জলের ঘড়া- স্বপ্নে যদি দেখেন জলের ঘড়া, তাহলে তা সংসারে আয় বৃদ্ধির বার্তা দিতে পারে বলে মনে করে স্বপ্ন শাস্ত্র। বড় ঘড়ার জল পড়ছে এমন দৃশ্য স্বপ্নে দেখলে বোঝা যায় সংসারে খুব শিগগিরই সম্পত্তি অর্থ আসছে।
5/8সোনা- সপ্নে যদি দেখেন যে বিপুল সোনা তাহলে চমকে উঠবেন না। এতে লুকিয়ে রয়েছে আপনার সংসারের আর্থিক ভাগ্যের উন্নতি। এতে মা লক্ষ্মীর আশীর্বাদের বার্তা লুকিয়ে থাকে বলে মনে করা হয় স্বপ্ন শাস্ত্র অনুযায়ী।
6/8প্রদীপ- যদি স্বপ্নে জ্বলন্ত প্রদীপ দেখেন, তাহলে বুঝতে হবে যে আপনার ভাগ্যে অর্থ বিপুল পরিমাণে আসন্ন। আপনার জীবনে ধন বৃদ্ধির সংকেত দেয় এই প্রদীপের স্বপ্ন।
7/8দেবী দেবতা- স্বপ্নে যদি দেবী দেবতাদের দেখতে পান, তাহলেও জানবেন তা খুবই শুভ। এতে পরিবারে বিপুল আর্থিক উন্নতির বার্তা লুকিয়ে থাকে। কোনও ভালো ঘটনা সংসারে ঘটবে, তার বার্তা থাকে এতে।
8/8নোট গোনা- যদি স্বপ্নে দেখেন যে আপনি বিপুল নোট গুনছেন, তাহলেে বুঝতে হবে যে, আপনার সংসারে দারুন উন্নতি হবে আর্থিক দিক থেকে। বিপুল আর্থিক লাভ আপনি পেতে পারেন। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।) ফাইল ছবি : রয়টার্স