Lucky Horoscope from 13th January: পাক্কা আটদিন পরে উদিত হবেন বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ উদিত হওয়ার ফলে পাঁচটি রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। প্রেম এবং বিয়ের জীবন কাটবে মজায়। আপনার কতটা লাভ হবেন, তা দেখে নিন -
1/6আগামী সপ্তাহের শুক্রবার (১৩ জানুয়ারি) উদিত হবেন বুধ। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজকুমার হিসেবে বিবেচনা করা হয়। সেইসঙ্গে ওই গ্রহকে বুদ্ধি, মিত্রতার মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
2/6মেষ রাশি- বুধ উদয় যাওয়ার ফলে মেষ রাশির জাতকদের জীবনে উন্নতি হবে। ভাগ্যের পুরো সহায়তা মিলবে। লক্ষ্যপূরণ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শুভ খবর পাবেন। অর্থলাভ হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। দাম্পত্য জীবন সুখকর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6বৃষ রাশি- বুধ উদয়ের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। কথাবার্তায় মাধুর্য আসবে। শুভ ফল মিলবে। আর্থিক অবস্থা মজবুত হবে। বিবাহিত জীবন সুখকর হতে চলেছে। কাজে সাফল্য মিলবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় ভালো কাটবে।
4/6কর্কট রাশি- কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা শুভ খবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো হবে। চাকরি এবং ব্যবসায় সাফল্য লাভ করবেন। আর্থিক সমস্যা দূর হবে। ভাগ্যের পুরো সহায়তা মিলবে।
5/6সিংহ রাশি- বুধ উদিত হওয়ার ফলে সিংহ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। অর্থ লাভ হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় সিংহ রাশির জাতকদের বিবাহিত জীবন সুখকর হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/6ধনু রাশি- বুধ উদিত হওয়ার ফলে ধনু রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। নয়া কাজ শুরু করতে পারেন। চাকরিতে এবং ব্যবসায় উন্নতি হবেন। বিবাহিত জীবন সুখকর হবে। নয়া কাজ শুরুর জন্য এটা ভালো সময়।