যে দিন শুক্রের এই রাশি পরিবর্তন হচ্ছে, সেই দিন জৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের দশমী তিথি। এমন তিথিতে শুক্রের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশিতে সুপ্রভাব পড়তে আরম্ভ করবে দেখা যাক।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ধন সম্পত্তি, বৈভব, ঐশ্বর্যের কারক বলা হয়। আর এই সমস্ত বিষয় উপচে পড়ে সেই জাতক জাতিকার ভাগ্যে যাঁদের কোষ্ঠীতে শুক্রের ইতিবাচক অবস্থান রয়েছে। শুক্রের স্থিতি ভালো হওয়ায় ইতিবাচক ফলাফল পাওয়া যায়। আর চলতি মাসেই রয়েছে শুক্রের গোচর।
2/6শুক্র ৩০ মে মিথুন রাশি থেকে বের হয়ে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। তারফলে বহু রাশিতে মে মাসের শেষ থেকেই আর্থিক, মান, সম্মানের দিক থেকে সময় ভালো কাটবে। যে দিন শুক্রের এই রাশি পরিবর্তন হচ্ছে, সেই দিন জৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের দশমী তিথি। এমন তিথিতে শুক্রের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশিতে সুপ্রভাব পড়তে আরম্ভ করবে দেখা যাক।
3/6কর্কট: শুক্রের গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে খুবই লাভদায়ক। কেরিয়ারে এই সময় নতুন নতুন শৃঙ্গ ছুঁতে পারবেন। কর্মস্থলে সব কাজে পাবেন প্রশংসা। উচ্চপদস্থ কর্মীদের থেকে পাবেন সহযোগিতা। বৈবাহিক জীবন থাকবে সুন্দর।
4/6বৃশ্চিক: শুক্রের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকবেন। বিদেশ যাত্রার স্বপ্ন থাকলে তা এই সময় হতে পারে পূরণ। এই সময় কিছু জাতক জাতিকার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। ছাত্রদের জন্য ভালো সময় আসন্ন। কোনও ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাবে। ধনলাভ হবে। কেরিয়ার সম্পর্কিত ভালো কোনও খবর পাবেন।
5/6মীন: শুক্রের গোচর পঞ্চমভাবে হচ্ছে মীন রাশির জাতক জাতিকার জন্য। এই সময়কালে আপনার পারিবারিক জীবন ভালো হতে চলেছে। নিজের লোকজনদের সঙ্গে আপনার সম্পর্ক দারুন ভালো হবে। ধনলাভের প্রবল যোগ। কেরিয়ারের দিক থেকে পাবেন ভালো খবর।
6/6মেষ: শুক্রের গোচর মেষ রাশির জাতক জাতিকার জীবনে চতুর্থভাবে অবস্থান করবে। এরফলে আপনার পারিবারিক জীবনে আসবে সুখ সুবিধা। কাজে পাবেন দারুন সাফল্য। ভালো খবরের প্রাপ্তি হবে। চাকরিরতদের আয়ে হু হু করে বৃদ্ধি। রোজগারের খোঁজ যাঁরা করছেন, তাঁরা পাবেন লাভ। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)