শ্রাবণ মাসে কোন কোন রাশির ভাগ্যে বড়সড় চমক আসতে চ... more
শ্রাবণ মাসে কোন কোন রাশির ভাগ্যে বড়সড় চমক আসতে চলেছে, বা কোন রাশির ভাগ্য ফিরতে পারে তা দেখার আগে ১২ রাশিতে শ্রাবণ মাসে কোন কোন শুভ, অশুভ সময় রয়েছে দেখে নেওয়া যাক। কোন রাশিগুলি প্রতি শনিবার শুভ ফল পাবে জেনে নেওয়া যাক।
1/15শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। জ্যোতিষ শাস্ত্র মতে এই মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। যার ফলে সমস্ত রাশিতেই কোনও না কোনও প্রভাব পড়তে চলেছে। তবে জ্যোতিষমতে শ্রাবণ মাসে ৫ টি রাশিতে বিশেষ ধরনের প্রভাব পড়তে পারে। যার ফলে এই রাশিগুলির ভাগ্যে আসতে পারে বড় চমক।
2/15শ্রাবণ মাসে কোন কোন রাশির ভাগ্যে বড়সড় চমক আসতে চলেছে, বা কোন রাশির ভাগ্য ফিরতে পারে তা দেখার আগে ১২ রাশিতে শ্রাবণ মাসে কোন কোন শুভ, অশুভ সময় রয়েছে দেখে নেওয়া যাক।
3/15মেষ- আর্থিক দিক থেকে রয়েছে উন্নতি। দাম্পত্য জীবনে আসবে চরম সুখ। সাফল্য আর পাওনায় ভরে উঠবে জীবন। নতুন কোনও প্রতিভা আপনার মধ্যে দেখা দিতে পারে। স্বাস্থ্য ভাল যাবে। নতুন করে কোনও সম্পর্ক তৈরি হতে পারে।
4/15বৃষ- শিবের আশীর্বাদে বিবাহিত জীবন ভাল কাটবে। আর্থিক দিক থেকে রয়েছে প্রভূত উন্নতির সম্ভাবনা। নকুন করে আর্থিক উন্নতি হবে। অফিসে প্রমোশন হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। কেরিয়ারে প্রভূত উন্নতি দেখা যাবে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/15মিথুন-শ্রাবণ মাসে ভীষণ ভাল কাটবে সময়। অফিসে বেতন বাড়তে পারে। পেট বা বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন। চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার অ্যাটিটিউডই পাল্টে যাবে। মায়ের ভালবাসা পাবেন এই সময়ে।
6/15কর্কট- যে কাজই করবেন, তা আপনার সমর্থনে যাবে। চাকরি ও ব্যবসার দিক থেকে আসবে উন্নতি। পরিবারে বিভিন্ন সূত্র থেকে টাকার প্রবাহ আসতে থাকবে। নতুন নতুন বন্ধুত্বের সম্পর্ক আসতে পারে। মাথায় নতুন আইডিয়া আসতে পারে।
7/15সিংহ- শ্রাবণ মাস জুড়ে ভাগ্য়বান থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। ব্যবসা ও চাকরি দুই দিক থেকেই প্রবল উন্নতি ও অর্থের জোয়ার আসবে। বাড়ির কাজে লেগে যেতে পারে প্রচুর টাকা। সমাজে মান ও সম্মান বাড়তে থাকবে। বিভিন্ন কাজে আসবে সাফল্য। দাম্পত্য জীবন সুখের হবে।
8/15কন্যা-পরিবারের তরফে বিভিন্ন কাজে পাবেন সাহায্য পাবেন। উন্নতির দিকে চলার শুরু শ্রাবণ থেকেই। খরচ বাড়তে শুরু করবে অযাচিত ভাবে। সরকারি তরফে কোনও সমস্যা আসতে পারে। কাজের প্রতি উৎসাহ থাকবে চরমে।(ছবিটি প্রতীকী)
9/15তুলা-এই শ্রাবণ মাসে আপনার প্রভূত উন্নতি হবে। নতুন নতুন সুযোগ আসতে থাকবে। সৌভাগ্য আপনার ছায়া সঙ্গী হবে। টাকা আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, আর শ্রাবণ জুড়ে তা চলবে।(PTI Photo) প্রতীকী ছবি।
10/15বৃশ্চিক-শ্রাবণ মাস জুড়ে প্রভূত উন্নতি হতে থাকবে। এই মাসে উন্নতি, আর্থিক উন্নয়ন ঘিরে আর্থিক সাফল্য আসবে। বিভিন্ন সূত্র থেকে আসতে থাকবে টাকা। খরচও বাড়বে প্রবল। কাজের জায়গা থেকে উন্নতির মুখ দেখবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
11/15ধনু-শ্রাবণ জুড়ে বহু সুখবর পেতে থাকবেন আপনারা। নিজের স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন আপনি। অনেক কিছু নিয়ে চিন্তা থাকবে। তবে তা করলে শুধু টেনশনই বাড়বে। অবিবাহিতদের বিয়ের যোগ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য সতীশ বাটে/হিন্দুস্তান টাইমস)
12/15মকর-অনেক কাজ রয়েছে, যার দিকে আপনি আকৃষ্ট হবেন। বহু দিনের অর্থকষ্ট দূর হবে। সব কাজে সহজেই পেতে পারেন সাফল্য। পরিবারের সঙ্গে ভাল সময় কাটিয়ে নিন। লটারি বা রেসিং থেকে আচমকা আর্থিক ভাগ্য খুলতে পারে। (ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)
13/15কুম্ভ- ভাল মন্দি মিশিয়ে কাটবে শ্রাবণ। বহু জায়গা থেকে আসবে টাকা। আর্থিক উন্নতি হতে থাকবে। পরিবারে কোনও বড়সড় অ্যাডজাস্টমেন্ট করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
14/15মীন- মীন রাশির জন্য শ্রাবণ মাস খুবই ভাল। আর্থিক উন্নতি কেউ রুখতে পারবেন না! অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে শুরু করবে। সামাজিক সম্পর্কগুলিও প্রসারতা পাবে।
15/15শ্রাবণে শনিবারগুলি কাদের পক্ষে শুভ- কুম্ভ, মকর, ধনু, মিথুন ও তুলা রাশির পক্ষে শ্রাবণ মাসের প্রতিটি শনিবার খুবই ভাল কাটতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের এই মাসে শিবের পুজো করা উচিত। এছাড়াও শনিদেবের পুজোতেও মিলবে কাঙ্খিত ফল। (এই আলেখ্যর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস। তথ্যের সত্যতা নিয়ে কোনও দাবি করা হচ্ছে না)