চারদিন পরেই গ্রহের রাজা সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। তাঁদের হাতে টাকা আসবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন ওই রাশির জাতকরা। কোন কোন রাশির জাতকরা ‘লাকি’ হবেন, তা দেখে নিন -
1/5আগামী ১৫ মে (সোমবার) সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। সেদিন বৃষ রাশিতে গোচর হবে সূর্যদেবের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সকাল ১১ টা ৩২ মিনিটে সূর্যের রাশি পরিবর্তন হবে। তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে।
2/5কর্কট রাশি- কর্কট রাশির দ্বিতীয় স্থানে গোচর হবে সূর্যের। আপনি যে লক্ষ্য নিয়েছেন, তা পূরণ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে কর্কট রাশির জাতকদের। আয়ের নয়া উৎস তৈরি হতে চলেছে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। আকস্মিক ধনপ্রাপ্তি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলবে। তাঁরা কোনও শুভ খবর লাভ করবেন।
3/5সিংহ রাশি- সূর্যের গোচরের ফলে সিংহ রাশির জাতকরা লাভবান হবেন। সিংহ রাশির দশম স্থানে সূর্যের গোচর হতে চলেছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁরা সরকারি চাকরি করেন, তাঁরা ভালো খবর পাবেন। যে সিংহ রাশির জাতকরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুখবর পেতে চলেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5কন্যা রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কন্যা রাশির নবম স্থানে সূর্যের গোচর হতে চলেছে। চাকরিজীবীদের বিদেশ যাওয়ার যোগ আছে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে।
5/5ধনু রাশি- সূর্যের গোচরের ফলে ধনু রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। ধনু রাশির অষ্টম স্থানে সূর্যের গোচর হতে চলেছে। সাফল্যের যোগ তৈরি হবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ধনু রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে। বিনিয়োগ করলে লাভবান হবেন ধনু রাশির জাতকরা।