জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ বেশ কিছু রাশির জন্য বেশ বিশেষ। এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাটতে চলেছে বেশ কয়েকটি রাশির জন্য। ১২ রাশির মধ্যে বেশ কয়েকটি রাশি লাভ পেতে চলেছে। আগামী সপ্তাহে যে বিশেষ কয়েকটি রাশি সুখের মুখ দেখবে, তাদের তালিকা দেখে নিন। জ্যোতিষমতে, ১৩ থেকে ১৯ জানুয়ারির সপ্তাহে কারা লাকি, তা আজই দেখে নিন।
১৩ থেকে ১৯ জানুয়ারির সপ্তাহে সূর্য মকর রাশিতে যাচ্ছেন, আর বুধ হচ্ছেন অস্ত। বুধ আর সূর্যের প্রভাবে অনেকেরই ভাগ্যে উত্থান, আবার অনেকের পতন। লাকিদের তালিকা দেখে নিন।
কর্কট
কোনও নতুন বন্ধুর সঙ্গে সাক্ষাতে হবে লাভ। কেরিয়ারের দিক থেকে আগামী সপ্তাহে ভরপুর লাভ রয়েছে। আগামী সপ্তাহে এই রাশির জাতক জাতিকারা লাকি হতে চলেছেন। পরিশ্রমের ফল পাবেন। সকলে আপনার কাজের প্রশংসা করবেন। আপনার অফিসের উচ্চ আধিকারিকরা আপনার প্রশংসা করবেন। সাফল্য পেতে পারেন। পর্যাপ্ত মাত্রায় টাকা রোজগার করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো।
তুলা
সুখ সুবিধা হু হু করে বাড়তে থাকবে। বাড়িতে নানান রকমের সুখ, আনন্দ আসতে থাকবে। কেরিয়ারের দিক থেকে পাবেন লাভ। যাঁদের নিজের ব্যবসা রয়েছে, সেই জাতক জাতিকারা বিপুল লাভের অধিকারী হবেন। আপনার দ্বারা তৈরি করা সব স্ট্র্যাটেজি কাজে দেবে। টাকা রোজগারের কোনও রাস্তা খুলে যেতে পারে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।
বৃশ্চিক
আসন্ন সপ্তাহে এই রাশিগুলির ভাগ্যে আসবে চমক। ভাই বোনদের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে। কেরিয়ারের দিক থেকে বিপুল লাভ পাবেন। মান সম্মান বাড়তে চলেছে। জীবনে চলতে থাকা বহু সমস্যা থেকে পাবেন মুক্তি। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে, জীবনে নানান রকমের আনন্দ পাবেন।
মীন
মীন রাশির জাতক জাতিকার জন্য আসন্ন সপ্তাহটি খুবই লাভদায়ক কাটবে। এতে ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যৎ নিয়ে এবার ইতিবাচক হতে পারেন। কেরিয়ারের দিক থেকে সপ্তাহ ভালো কাটবে। চাকরির কোনও বড় সুযোগ পাবেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ইতিবাচক কিছু আপনার জন্য নিয়ে আসবে। ব্যবসা ভালো হবে। আয় বাড়বে। আয় হু হু করে বেড়ে যেতে পারে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালোর দিকে যাবে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )