জ্যোতিষমতে বলা হচ্ছে, ৩১ মার্চ পর্যন্ত একাধিক রাশিতে বুধের রাশি পরিবর্তনের প্রভাব পড়বে। বলা হচ্ছে, বুধ দেবের প্রভাবে ৩১ মার্চ পর্যন্ত বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই রাশি পরিবর্তনে লাভের মুখ দেখবেন।
1/5বুধের গোচরের ফলে একাধিক রাশিতে তার প্রভাব পড়তে শুরু করে। সদ্য ১৬ মার্চ বুধের রাশি পরিবর্তন হবে। ৩১ মার্চ বুধ ফের রাশি পরিবর্তন করবে। ফলে তার প্রভাব ১২ রাশিতে প্রভাব পড়তে চলেছে। এই রাশি পরিবর্তনের প্রভাব বিশেষ ৩ টি রাশিতে পড়তে চলেছে।
2/5জ্যোতিষমতে বলা হচ্ছে, ৩১ মার্চ পর্যন্ত একাধিক রাশিতে বুধের রাশি পরিবর্তনের প্রভাব পড়বে। বলা হচ্ছে, বুধ দেবের প্রভাবে ৩১ মার্চ পর্যন্ত বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই রাশি পরিবর্তনে লাভের মুখ দেখবেন।
3/5মেষ-ধনলাভ হবে, যার ফলে আর্থিক দিক থেকে প্রভূত উন্নতি হবে। ব্যবসায়ে লাভের যোগ থাকবে। ভাই বোনের সম্পর্কে হবে উন্নতি। মান সম্মান ও পদ প্রতিষ্ঠা হতে পারে এই সময়। দাম্পত্য প্রেমও তুঙ্গে থাকবে।
4/5বৃশ্চিক-সাফল্যের যোগ তৈরি হবে। ভাগ্যের সঙ্গ পাবেন সকলে। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন আপনি। দাম্পত্য জীবনে পাবেন সুখ শান্তি। পরিবারে আচমকা শুভ সময় আসতে চলেছে।
5/5মীন-চাকরি থেকে ব্যবসায় উন্নতি হবে। মান সম্মান পাবেন প্রভূত। কাজে সাফল্য পাবেন। দাম্পত্য জীবন সুখময় হবে। শুভ সময় পেতে চলেছেন আপনারা। চাকরির খোঁজ করছেন যাঁরা, তাঁরা পেতে পারেন চাকরি। প্রমোশন ও আর্থিক দিক থেকে হবে উন্নতি। কোনও নতুন কাজের শুরু করতে পারেন। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িতরা পাবেন সুখের সময়। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা।)