৩ ফেব্রুয়ারি ২০২৩ পড়ছে শুক্রবার। আর এমন দিনে মা ল... more
৩ ফেব্রুয়ারি ২০২৩ পড়ছে শুক্রবার। আর এমন দিনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা একাধিক রাশিতে পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, ১২ রাশিতে ৩ রা ফেব্রুয়ারি মা লক্ষ্মীর কৃপা কেমন হতে চলেছে।
1/13বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতিবার যেমন লক্ষ্মীবার মানা হয়, তেমনই শুক্রবার দিনটিকেও বহু জায়গায় মা লক্ষ্মীর আরাধনা করার দিন হিসাবেও দেখা হয়। ৩ ফেব্রুয়ারি ২০২৩ পড়ছে শুক্রবার। আর এমন দিনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা একাধিক রাশিতে পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, ১২ রাশিতে ৩ রা ফেব্রুয়ারি মা লক্ষ্মীর কৃপা কেমন হতে চলেছে। (প্রতীকী ছবি) (HT_PRINT)
2/13মেষ- সংযত থাকুন, অযথা রাগারাগি করবেন না। চাকরিতে রয়েছে উন্নতি। ক্ষমতার অলিন্দে থাকবেন। মান সম্মান পেতে পারেন এই সময়ে। (HT_PRINT)
3/13বৃষ: চাকরির দিক থেকে অফিসারদের সহযোগিতা পাবেন। চাকরিতে পাবেন নতুন নতুন সুযোগ, হতে পারে স্থান পরিবর্তন। আয় বাড়বে। পরিবারের সঙ্গ পাবেন। (HT_PRINT)
4/13মিথুন: মন প্রসন্ন থাকবে। অযথা ঝগড়া থেকে দূরে থাকুন। চাকরিতে সামান্য চ্যালেঞ্জ আসলেও তা কেটে যাবে। অফিসারদের সহযোগিতা পাবেন। (HT_PRINT)
5/13কর্কট: আত্মবিশ্বাস সামান্য কমতির দিকে থাকবে। আত্মসংযম ধরে রাখুন। ধৈর্য ধরে রাখুন। তাতেই পাবেন স্বস্তি। চাকরি সূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। (HT_PRINT)
6/13সিংহ: আশা নিরাশার ভাব মনে আসতে পারে। শিল্প কলা বা সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়তে পারে। বাড়ি কেনর কোনও উদ্যোগ নিতে পারেন। পরিবারে ধার্মিক কোনও কাজ হবে। (HT_PRINT)
7/13কন্যা: মানসিক শান্তি যাতে পান তার চেষ্টা করুন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে কোথাও যেতে পারেন। সুস্বাদু খাবারের দিকে ঝুঁকে পড়তে পারেন। (HT_PRINT)
8/13তুলা: শিল্পকলা বা সঙ্গীতে রুচি হতে পারে। ব্যবসায়ে পরিবর্তনের যোগ হতে পারে। কোনও দূরস্থানে যেতে পারেন। পরিবারের থেকে দূরে থাকতে হতে পারে। (HT_PRINT)
9/13বৃশ্চিক: শিক্ষা সম্পর্কিত কাজে মননিবেশ করতে পারবেন। কোনও বন্ধুর সহযোগিতায় রোজগার হতে পারে। পরিশ্রম অনেকটা করতে হতে পারে। আয় বাড়বে। (HT_PRINT)
10/13ধনু: মনে চড়াই উতরাই থাকতে পারে। ব্যবসায়িক কাজে মন লাগতে পারে। ব্যবসার কাজে যেতে পারেন বিদেশে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। বিদেশযাত্রা লাভপ্রদ হবে। (HT_PRINT)
11/13মকর: মনে একটা চিন্তা থেকে যাবে। চাকরিতে স্থান পরিবর্তন থাকবে। পরিবারের সমস্যা আপনাকে ভাবাতে পারে। থাকা খাওয়ায় সমস্যা আসতে পারে। (HT_PRINT)
13/13মীন:পঠন পাঠন করতে ভালো লাগবে। শিক্ষা ক্ষেত্রে সুখকর পরিণাম পাবেন। ব্যবসা আগের থেকে ভালো হবে। দৌড়াদৌড়ি হবে। স্বাস্থ্য়ের খেয়াল রাখুন। কিছু খরচ বাড়বে। (প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (HT_PRINT)