দৈনিক রাশিফল ১৫ মে, ২০২২: জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। আজ আবার রাশি পরিবর্তন করেছেন গ্রহের রাজা সূর্য। তার ফলে রবিবার (১৫ মে) কোন কোন রাশির জাতকদের সময় ভালো কাটবে, কাদের সমস্যার মুখে পড়তে হতে পারে, তা দেখে নিন-
মেষ রাশি- আত্মবিশ্বাস কম থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয় বাড়বে। কথায় ভারসাম্য থাকবে। মায়ের থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে। অনাবশ্যক খরচ বাড়তে পারে।
বৃষ রাশি- মানসিক শান্তি থাকবে। কথাবার্তায় ভারসাম্য রাখুন। চাকরিতে বা কর্মক্ষেত্রে কঠিন সমস্যার মোকাবিলা করতে হতে পারে। পারিবারিক জীবন সুখকর হবে। আয় বৃদ্ধি পাবে। বন্ধুর সহযোগিতা পাবেন। মায়ের সহায়তায় অর্থলাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন রাশি- মন অশান্ত থাকবে। সংযত থাকুন। ধৈর্য ধরুন। অনেক বেশি পরিশ্রম হবে। কোনও অজানা কারণে বা ভয়ের কারণে চিন্তিত থাকতে পারেন। মা-বাবার শরীর খারাপ হতে পারে। ভাইয়ের সহযোগিতায় ব্যবসার বহর বাড়বে। মানসিক অশান্তি থাকতে পারে।
কর্কট রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। মন অশান্ত থাকবে। পরিবারের ঝগড়া-অশান্তি থেকে দূরে থাকুন। সুস্বাদু খাবারের প্রতি রুচি বাড়বে। কর্মক্ষেত্রে কঠিন সমস্যার মোকাবিলা করতে হতে পারে। অধিক পরিশ্রম করতে হবে। খরচ বাড়বে। ভাই ও বোনের সহযোগিতা পাবেন। সুখবর মিলবে।
কন্যা রাশি- ভালো-মন্দ মিশিয়ে দিন কাটবে। কথাবার্তায় ভারসাম্য বজায় থাকবে। ব্যবসায় কঠিন সমস্যার মুখোমুখি হতে হবেন। জীবনসঙ্গীর সঙ্গের মনোমালিন্য হবে। রাজনৈতিক আকাঙ্খা পূর্ণ হবে। ধর্মীয় যাত্রার যোগ আছে।
তুলা রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। তাও ধৈর্য কম থাকবে। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। মন অশান্ত থাকবে। মেজাজ খিটখিটে থাকবে। আয় কমবে এবং খরচ বৃদ্ধি পাবে। আটকে থাকা অর্থ প্রাপ্ত হবে। মানসিক অশান্তি থাকবে।
বৃশ্চিক রাশি- চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। গাড়ি কিনতে পারেন। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। নিজেকে সংযত রাখুন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। আয় বাড়বে। স্থান পরিবর্তন করতে পারেন। অর্থলাভের যোগ আছে।
ধনু রাশি- মন অশান্ত থাকবে। কথায় ভারসাম্য রাখুন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। শিক্ষাক্ষেত্রে বাধা আসতে পারে। চাকরি পরিবর্তনের যোগ আছে। পরিবারের থেকে দূরে যেতে হতে পারে। কর্মক্ষেত্রের বিস্তার হবে। মান-সম্মান বাড়বে।
মকর রাশি- নিজেকে সংযত রাখুন। আলস্য থাকবে বেশি। চাকরির জায়গায় আধিকারিকদের ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকুন। মানসিক শান্তি থাকবে। শিক্ষাক্ষেত্রে সফলতা মিলবে। পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হবে। অধিক খরচ হবে। তাই দুশ্চিন্তায় থাকবেন।
কুম্ভ রাশি- আত্মবিশ্বাস কম থাকবে। মনে অশুভ চিন্তাভাবনার প্রভাব থাকবে।গবেষণার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয় বাড়বে। মেজাজ খিটখিটে থাকবে। পরিবারের সমস্যায় চিন্তিত থাকবেন। আয় বৃদ্ধি পাবে। ঝামেলা থেকে এড়িয়ে চলুন।
মীন রাশি- খুব তাড়াতাড়ি মনের অবস্থা পরিবর্তন হবে। সন্তান সুখ বাড়বে। কোনও বন্ধুর আগমন হতে পারে। নিজেকে সংযত রাখুন। রাগ এড়িয়ে চলুন।পরিবারের সহযোগিতা পাবেন। কোথাও ঘুরে আসতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)