Lucky Zodiacs for Shukra's position: আপাতত মেষ রাশিতে আছেন শুক্র। সেইসঙ্গে একটি বিশেষ অবস্থানেও আছেন। দুটি কুণ্ডলীর মধ্যে অবস্থান করছেন। সেই অবস্থানের ফলে একাধিক রাশির জাতকদের জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য আসবে। কোন কোন রাশির জাতকরা লাকি হবেন, তা দেখে নিন-
1/5আপাতত বিশেষ অবস্থানে আছেন শুক্র। সম্প্রতি রাশি পরিবর্তনের পরে মেষ রাশিতে দুটি কুণ্ডলীর মধ্যে অবস্থান করছেন। যে অবস্থানের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। ভালো সময় কাটবে। অর্থলাভের যোগ তৈরি হবে। উন্নতি হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে।
2/5মেষ রাশি- শুক্র রাশির বিশেষ অবস্থানের ফলে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। শুক্র গ্রহের বিশেষ অবস্থানের ফলে আকস্মিক অর্থলাভ হবে মেষ রাশির জাতকদের। ইতিমধ্যে যে বিনিয়োগ করেছেন, তাতে সাফল্য লাভ করবেন। চাকরি করলে এটা উন্নতির অনুকূল সময়। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের বাঁধন আরও মজবুত হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5মিথুন রাশি- শুক্র গ্রহের বিশেষ অবস্থানের ফলে মিথুন রাশির জাতকদের ভাগ্য ফিরে যাবে। আয়ের দিক থেকে এই সময় নয়া কোনও দিগন্ত উন্নোচিত হবে। চাকরিতে যে কাজ করবেন, তাতে ইতিবাচক ফলাফল মিলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ আছে।
4/5কন্যা রাশি- শুক্রের বিশেষ অবস্থানে কন্যা রাশির আর্থিক দিক থেকে অনুকূল কাটবে। হাতে প্রচুর টাকা আসবে। বিশেষত ব্যবসায়ীদের আয়ের পথ প্রশস্ত হবে। আর্থিক অবস্থা অত্যন্ত মজবুত হয়ে উঠবে ব্যবসায়ীদের। ইতিবাচক ফল মিলবে কন্যা রাশির জাতকদের।
5/5মকর রাশি- শুক্রের অভূতপূর্ব অবস্থানে মকর রাশির জাতকরা কেরিয়ারে ব্যাপক সাফল্য পাবেন। চাকরিতে এতটাই সিনিয়রদের মুগ্ধ করবেন যে বেতন বৃদ্ধি পাবে। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁদের চাকরি ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে।