Lucky Zodiacs from 10th August: গ্রহের অবস্থান পরিবর্তনের দিক থেকে আগামী মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মঙ্গলের রাশি পরিবর্তন হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১০ অগস্ট গোচর হবে মঙ্গলের। যা একাধিক রাশির জীবনে সৌভাগ্যের জোয়ার আনবে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/6টাকা আসবে, কাজে মিলবে সাফল্য- মঙ্গলের কৃপায় ১০ অগস্ট থেকে ভাগ্যোদয় ৫ রাশির।
2/6বৃষ রাশি- এই সময় বৃষ রাশির জাতকদের সময় ভালো কাটবে। তাঁদের ভাগ্য ভালো থাকবে। আয় বৃদ্ধি পাবে। বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে থমকে থাকা কাজে গতি আসবে।
3/6কর্কট রাশি- মঙ্গলের কৃপায় কর্কট রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। চাকরিতে দারুণ সময় কাটাবে। কর্মক্ষেত্রে লাভবান হবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আয় বৃদ্ধি পাবে। স্বভাবতই আর্থিক দিক থেকে সময় ভালো কাটবে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/6সিংহ রাশি- মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকদের ব্যাপক উন্নতি হবে। তাঁরা যে কাজে হাত দেবেন, তাতেই সফল হবেন। সাফল্যের মুখ দেখবেন সিংহ রাশির জাতকরা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/6তুলা রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। ভাগ্যের সঙ্গ পাবেন। তুলা রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। স্বভাবতই আর্থিক অবস্থা ভালো হবে। আদালতে দৌড়ঝাঁপ করতে হলে সেই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন।
6/6কুম্ভ রাশি- মঙ্গলের গোচরের ফলে আয় বাড়বে কুম্ভ রাশির জাতকদের। তবে এই সময় খরচ বাড়বে। সার্বিকভাবে আপনার আর্থিক অবস্থায় তেমন হেরফের হবে না। সঞ্চিত অর্থের পরিমাণ কমবে না। প্রেমজীবনে নয়া জোয়ার আসবে। বাড়ির সারাইয়ের কাজে খরচ বাড়বে।