Lucky Zodiacs from 18th March due to Shani: শনিকে কর্মফলদাতা বা ন্যায়ফলদাতা বলা হয়। অর্থাৎ যেমন কাজ করবেন, সেরকমই ফল দেবেন শনিদেব। যে গ্রহ আগামিকাল থেকে শক্তিশালী হতে চলেছেন। কোন কোন রাশির জাতকরা অর্থের জোয়ারে ভাসবেন, তা দেখে নিন -
1/5শনিবার বড়সড় পরিবর্তন হতে চলেছে শনি রাশির। নিজের রাশি কুম্ভে শক্তিশালী অবস্থান 'ভ্রমণ' করতে চলেছেন কর্মফলদাতা এবং ন্যায়ফলদাতা শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির সেই শক্তিশালী অবস্থানের ফলে আগামিকাল (১৮ মার্চ) থেকে চারটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন।
2/5বৃষ রাশি- কুম্ভ রাশিতে শনি শক্তিশালী অবস্থায় বিচরণ করার ফলে বৃষ রাশির জাতকরা আর্থিক দিক থেকে ভালো জায়গায় থাকবেন। যে ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে, তাতে ভর করে বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি হতে চলেছে। যাঁরা চাকরি করেন, তাঁদের সময় অনুকূল কাটবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পারিবারিক জীবন সুখকর হবে।
3/5তুলা রাশি- শনি শক্তিশালী হওয়ার ফলে তুলা রাশির জাতকদের কেরিয়ারে প্রবল উন্নতি হবে। যাঁরা গবেষণার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য অত্যন্ত ভালো সময় কাটবে। কোথাও বিনিয়োগ করলে দারুণ রিটার্ন মিলবে। প্রেমজীবনে সম্পর্কের বাঁধন মজবুত হবে। প্রেমজীবনে মাধুর্য বাড়বে।
4/5মকর রাশি- শনির ‘ভ্রমণের’ ফলে মকর রাশির জাতকরা যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ করবেন। নয়া কাজ শুরু করলে তাতে উন্নতির যোগ মানসিক দিক প্রসন্ন থাকবেন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন মকর রাশির জাতকরা।
5/5কুম্ভ রাশি- শনি শক্তিশালী হওয়ার ফলে কর্মফলদাতার কৃপা পাবেন কুম্ভ রাশির জাতকরা। মান-সম্মান বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কুম্ভ রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের লাভের যোগ তৈরি হচ্ছে। দাম্পত্য জীবন সুখকর হবে।