Lucky Zodiacs from 29th July: হাতে পড়ে আছে মাত্র ১১ দিন। তারপরই মীন রাশিতে বক্রি হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি বক্রি হওয়ার ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। আপনিও কি লাভবান হবেন? তা দেখে নিন -
1/5বৃষ রাশি- বৃষ রাশির ১১ তম স্থানে বৃহস্পতি বক্রি হবেন। যাঁরা চাকরি করেন, তাঁরা এই সময় নয়া সুযোগ পাবেন। কার্যশৈলীর উন্নতি হবে। আয় বৃদ্ধির যোগ তৈরি হবে।
2/5মিথুন রাশি- মিথুন রাশির দশম স্থানে দেবগুরু বৃহস্পতি বক্রি হবেন। তার ফলে আপনার কাজের ধরণে উন্নতি হবে। বিনিয়োগ করলে লাভবান হবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতি হতে পারে।
3/5কর্কট রাশি- কর্কট রাশির নবম স্থানে বৃহস্পতি বক্রি হবে। তার ফলে ভাগ্যের সহায়তা পাবেন। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে।
4/5কুম্ভ রাশি- কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে বৃহস্পতি বক্রি হবেন। যাঁরা চাকরি করেন, তাঁরা কর্মক্ষেত্রে সিনিয়কদের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সহযোগিতায় অর্থলাভ হবে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে লাভবান হবেন।
5/5১১ দিন পর থেকেই ভাগ্যোদয়, অর্থপ্রাপ্তি হবে এই রাশির জাতকদের, বিনিয়োগে হবে লাভ।