Lucky Zodiacs till 15th March: জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সেভাবেই আগামী ১৫ মার্চ পর্যন্ত কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। ওই সময় সূর্যের আশীর্বাদ পাবেন তাঁরা। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/4দিনকয়েক আগেই সূর্যের রাশি পরিবর্তন হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) কুম্ভ রাশিতে প্রবেশ করছেন সূর্য। আগামী ১৫ মার্চ পর্যন্ত সেই রাশিতেই থাকবেন গ্রহের রাজা।
2/4বৃষ রাশি- সূর্যদেবের গোচরের ফলে বৃষ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ রাশির যে স্থানে সূর্যের গোচর হয়েছে, তাতে ওই রাশির জাতকদের চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে। যাঁরা চাকরি করেন এবং চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে।
3/4সিংহ রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকরা লাভবান হবেন। পারিবারিক জীবন সুখকর হবে সিংহ রাশির জাতকরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের গোচরের ফলে পারিবারিক জীবনে সহযোগিতা মিলবে। সহযোগিতা পাবেন জীবনসঙ্গীরও।
4/4মকর রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতকরা অনুকূল ফল লাভ করবেন। মকর রাশির যে স্থানে সূর্য প্রবেশ করেছেন, তাতে তাঁদের আটকে থাকা অর্থ মিলবে। যে মকর রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হবে।