Lucky Zodiacs till 30th September: আগামী ৩০ সেপ্টেম্বর দুর্গাপুজোর পঞ্চমী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পঞ্চমী পর্যন্ত একাধিক রাশির জাতকদের ভাগ্য খুব ভালো থাকবে। তাঁরা ভাগ্যের সহায়তা পাবেন। হাতে আসবে টাকা। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5দুর্গাপুজোর পঞ্চমী পর্যন্ত টাকার অভাব হবে না এই ৪ রাশির, পাবেন ভাগ্যের সহায়তা। (ছবি সৌজন্যে এএফপি)
2/5মেষ রাশি- চাকরি এবং ব্যবসার জন্য এই সময়টা মেষ রাশির জাতকদের দারুণ কাটবে। আর্থিক অবস্থা ভালো হবে। বিবাহিত জীবন সুখকর হবে। পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাবেন। এই সময় বিনিয়োগ করলে লাভবান হবেন। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করবেন।
3/5মিথুন রাশি- আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। চাকরি এবং ব্যবসায় লাভবান হবেন। কাজের জন্য প্রশংসিত হবেন। অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।
4/5কর্কট রাশি- ব্যবসায় মুনাফা লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য এটা শুভ সময়।
5/5বৃশ্চিক রাশি- দাম্পত্য জীবন সুখকর হবে। কাজে সাফল্য মিলবে। আর্থিক অবস্থা ভালো হবে। বন্ধুদের সহযোগিতা মিলবে। ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে।