Lucky Zodiacs till 6th February: শনিবার (৩ ডিসেম্বর) বুধ গ্রহের রাশি পরিবর্তন হয়েছে। যা একাধিক রাশির জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে এসেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধের কৃপায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চারটি রাশির জাতকদের জীবনে কোনও সমস্যা থাকবে না। কোন কোন রাশির ক্ষেত্র এরকম হবে, তা দেখে নিন -
1/5বৃহস্পতির রাশি ধনুতে প্রবেশ করেছেন বুধ। আগামী বছরের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ওই রাশিতেই গ্রহের রাজকুমার। যে গ্রহকে লেখালেখি, বুদ্ধিমত্তা, শিক্ষা, জ্ঞানের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তার ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন।
2/5বৃষ রাশি- গ্রহের রাজকুমার বুধ প্রবেশ করেছেন ধনু রাশিতে। তার ফলে বৃষ রাশির জাতকরা লাভবান হবেন। সম্পত্তি বাড়বে। আপনার আয় বৃদ্ধি পাবে। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। যে বৃষ রাশির জাতকরা অসুস্থ ছিলেন, তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হবে।
3/5মিথুন রাশি- বুধের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। এই সময় ব্যবসায় সাফল্য মিলবে। ব্যবসায় গতি আসবে। যে মিথুন রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা সুখবর পেতে পারেন। প্রেমের নিরিখে এটা ভালো সময় হতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে। কাজের প্রতি বাড়তি উৎসাহ আসবে।
4/5ধনু: আজ চাকরির জন্য অনুকূল সময়। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে কিছু সুখকর খবর পাওয়া যাবে। ব্যবসায় অর্থ আসার লক্ষণ রয়েছে। বাবার আশীর্বাদ নিন। প্রেম জীবন সুখী হবে। গাড়ির ব্যবহারে অবহেলা করবেন না।
5/5মীন রাশি- বুধের গোচরের ফলে মীন রাশির জাতকদেরও অনুকূল সময় শুরু হয়ে গিয়েছে। এই সময় কর্মক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে। উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। চাকরিতে নয়া সুযোগ আসবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। আয় বাড়বে।