বাংলা নিউজ > ভাগ্যলিপি > Lunar Eclipse 2021: চাকরিতে হবে উন্নতি, হাতে আসবে টাকা - চন্দ্রগ্রহণের সময় শুভ ফল পাবে এই রাশি?

Lunar Eclipse 2021: চাকরিতে হবে উন্নতি, হাতে আসবে টাকা - চন্দ্রগ্রহণের সময় শুভ ফল পাবে এই রাশি?

আগামিকাল (১৯ নভেম্বর, শুক্রবার) চন্দ্রগ্রহণ হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

আপনিও কি শুভ ফল পাবেন?

আগামিকাল (১৯ নভেম্বর, শুক্রবার) চন্দ্রগ্রহণ হতে চলেছে। যা ৫৮০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে অশুভ বলে বিবেচনা করা হয়। এই সময় শুভ কাজ করা হয় না। 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২ টি রাশির জাতকদের উপরই প্রভাব পড়বে। যা চলতি বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। একনজরে দেখে নিন, চন্দ্রগ্রহণের ফলে কোন কোন রাশির জাতকদের উপর শুভ ফল প্রভাব পড়বে -

১) মেষ- চন্দ্রগ্রহণের শুভ ফল পাবেন মেষ রাশির জাতকরা। গ্রহণের প্রভাবে আপনার কেরিয়ারে উন্নতি হবে। ভবিষ্যতে লাভ হতে পারে।

২) কন্যা- চন্দ্রগ্রহণের ফলে কন্যা রাশির জাতকদের মন প্রসন্ন থাকবে। সেই সময় নয়া কাজ শুরু করলে ভালো ফল পাবেন। মিলবে সাফল্য। ওই সময় নিজের মনে কথা শুনে চলুন। সাফল্য হবে। 

৩) তুলা- তুলা রাশির জাতকদের জীবনের উপর চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে। কেরিয়ারে বড়সড় সাফল্য মিলবে। অর্থ লাভ হবে। আপনার পরিশ্রমে ফল মিলবে। ঝগড়া এডিয়ে চলুন।

৪) কুম্ভ- ১৯ নভেম্বর তথা চন্দ্রগ্রহণের দিন কুম্ভ রাশির জাতকদের হাতে টাকা আসবে। কর্মক্ষেত্রে নয়া দায়িত্ব পেতে পারেন। পরিশ্রমের পুরো ফল পাবেন।

৫) মীন- মীন রাশির জাতকরা কেরিয়ারে সাফল্য পাবেন। চাকরিতে পদোন্নতি হবে। নয়া দায়িত্ব পেতে পারেন। হাতে টাকা আসবে। তার ফলে ঋণ মুক্তি ঘটবে।

বন্ধ করুন