Maa Laxmi Blessings: মা লক্ষ্মীকে জ্যোতিষশাস্ত্রে অর্থ-বৈভবের দেবী হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে জাতকদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, তাঁরা অত্যন্ত লাভবান হন। আবার যাঁদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে না, তাঁরা আর্থিক সমস্যার মুখে পড়েন। বিশেষত কয়েকটি কাজ করলে মা লক্ষ্মী সহায় হয় না। আপনি সেই কাজগুলি করছেন না তো, তা দেখে নিন -
1/5ভুল করেও এই কয়েকটি কাজ করবেন না, মা লক্ষ্মীর কৃপা থাকবে না, হবে অর্থের অভাব।
2/5কখনও কারও টাকা হাতিয়ে নেবেন না। অনৈতিকভাবে অর্থ উপার্জন করলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন। তাতে হিতে বিপরীত হন। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সৎ পথে উপার্জন অত্যন্ত আবশ্যিক। (ছবিটি প্রতীকী)
3/5সামর্থ্য থাকলেও যে জাতকরা দান করেন না, তাঁদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে জাতকরা দান করেন না, তাঁদের উপর মায়ের লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5বাড়িতে ঝগড়া করবেন না। যে বাড়িতে শান্তি থাকে না, সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন না। অর্থবান হওয়ার জন্য তাই বাড়িতে শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)
5/5জীবনে কখনও আলস্য ঘেঁষতে দেবেন না। যাঁরা অলস হন, তাঁদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। যাঁরা কাজে ফাঁকি দেন না, তাঁদের উপর আশীর্বাদ থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)