হিন্দুধর্মে মাঘ পূর্ণিমা তিথি খুবই তাৎপর্যপূর্ণ। এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ পুজো করা হয়। দৃক পঞ্চাঙ্গ অনুসারে ১২ ফেব্রুয়ারি পালিত হবে মাঘ পূর্ণিমা ২০২৫। তবে তার তিথি মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি থেকেই পড়ছে। এই বিশেষ দিনে গঙ্গানদীতে স্নান ও দানের আলাদা মাহাত্ম্য রয়েছে ধর্মে। তবে মাঘ পূর্ণিমার তিথি নিয়ে রয়েছে অনেকের মধ্যে বিভ্রান্তি। দেখা যাক, এই মাঘ পূর্ণিমা কোন সময় থেকে পড়ছে। কতক্ষণ থাকবে।
মাঘ পূর্ণিমা ২০২৫ তিথি, তারিখ:-
দৃক পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি, ২০২৫ মঙ্গলবার। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে তিথি শুরু হচ্ছে। আ তিথি শেষ হবে পরের দিন ১২ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে। অর্থাৎ উদয়া তিথি অনুসারে ১২ ফেব্রুয়ারি, ২০২৫ বুধবার পড়বে মাঘ পূর্ণিমা। এবারের মাঘ পূর্ণিমায়, শোভন ও সৌভাগ্য যোগ রয়েছে। এই দিনে স্নান ও দান করার পূণ্য অর্জন করতে পারেন অনেকে।
মাঘ পূর্ণিমার মাহাত্ম্য:-
অনেকেই মনে করেন মাঘ পূর্ণিমা তিথি মোক্ষ লাভের জন্য খুব ভালো সময়। অনেকে মনে করেন মাঘ পূর্ণিমায় ব্রত পালনে মোক্ষ লাভ হয়। এদিকে, মহাকুম্ভের সময়কালে মাঘ পূর্ণিমার এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সময় বৈদিক মন্ত্র উচ্চারণ ও বিষ্ণু পুজোর মাহাত্ম্য রয়েছে। দেশে গঙ্গা ও যমুনার মতো নদীতে স্নানের মাহাত্ম্য রয়েছে।
মার্চে হোলির সময়ের পূর্ণিমা:-
এরপরের মাসে রয়েছে হোলির পূর্ণিমা। ২০২৫ সালের বসন্ত উৎসবের সময়ে পূর্ণিমা তিথি ১৩ মার্চ সকাল ১০ টা ৩৫ মিনিটে শুরু হবে। আর তা শেষ হবে ১৪ মার্চ দুপুর ১২ টা ২৩ মিনিটে। এই সময়ের মধ্যে এদিকে, ১২ ফেব্রুয়ারি মথুরার দ্বারকাধীশ মন্দিরে হোলের উৎসবের একটি পর্ব শুরু হবে। যা শেষ হবে হোলির সময়ে। ৮ মার্চ থেকে শুরু হবে লাঠমার হোলি।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতানির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )