পঞ্জিকা অনুসারে শুরু হয়ে গিয়েছে মাঘ পূর্ণিমা। ১১ ফেব্রুয়ারি এই পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে। আজ ১২ ফেব্রুয়ারি বুধবার এই পূর্ণিমা তিথি ছাড়ছে। আর ঠিক কতক্ষণ রয়েছে এই পূর্ণিমা তিথি? তার হদিশ দেখে নেওয়া যাক। শাস্ত্রমতে গণনা অনুসারে আজ মাঘ পূর্ণিমা ২০২৫র তিথি আর কতক্ষণ থাকছে, সেদিকে নজর রাখার পাশাপাশি দেখে নেওয়া যাক, পরের মাসে ফাল্গুন পূর্ণিমা কবে পড়ছে?
মাঘ পূর্ণিমা ২০২৫ তিথি:-
মাঘ পূর্ণিমা ২০২৫র তিথি পড়ে গিয়েছে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিট থেকে। আর আজ ১২ ফেব্রুয়ারি তিথি শেষ হচ্ছে। তবে উদয়া তিথি অনুসারে আজই পালিত হচ্ছে, এই মাঘ পূর্ণিমা। আজ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে শেষ হচ্ছে এই তিথি। অই শুভ পূর্ণিমা তিথিতে স্নান ও দানের মাহাত্ম্য রয়েছে। অনেকেই এই দিনে স্নান করে কিছু দানের কথা বলেন। শাস্ত্রমতে তা খুবই শুভ। অনেকেই আজ ১২ ফেব্রুয়ারি সত্যনারায়ণ পুজো থেকে মাঘ পূর্ণিমার ব্রত পালন করছেন। এবার দেখা যাক, পরের মাস অর্থাৎ ফাল্গুন মাসে কবে রয়েছে পূর্ণিমা তিথি। সেই সময় দেশ জুড়ে পালিত হবে হোলি। রঙের উৎসব দোলযাত্রার সময় কবে পূর্ণিমা পালিত হবে, দেখা যাক।
কবে রয়েছে হোলি ২০২৫?
২০২৫ সালের হোলি উৎসব পড়েছে শুক্রবার, ১৪ মার্চ। তবে পাল্গুন মাসের পূর্ণিমা তিথি তার আগে শুরু হবে। ঠিক কখন থেকে ফাল্গুনের পূর্ণিমা তিথি শুরু হবে, দেখা যাক।
দোল পূর্ণিমা ২০২৫র তিথি:-
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ মার্চ, ২০২৫। ১৩ মার্চ পড়ছে বৃহস্পতিবার। সেদিন, বেলা ১০ টা ৩৫ মিনিট থেকে শুরু হবে পূর্ণিমা তিথি। আর তিথি শেষ হবে ১৪ মার্চ, দুপুর ১২ টা ২৩ মিনিটে।
হোলিকা দহনের সময়:-
দেশের নানান প্রান্তে হোলির আগের দিন হোলিকা দহন পালিত হয়। সেই হোলিকা দহনের সময়সূচিও দেখে নিন। শাস্ত্রমতে, হোলিকা দহনের শুভ সময় ১৩ মার্চ রাত ১১:২৬ থেকে ১২:৩০ পর্যন্ত হবে। এমন পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় হবে ১ ঘণ্টা ৪ মিনিট।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )