২০২৫ সালের মহাকুম্ভ ঘিরে উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাজো সাজো রব। বিভিন্ন আখড়ায় জমায়েত হয়েছে একাধিক সাধু সন্তের। এরই মাঝে ধর্মীয় আচার ঘিরে নানান পর্ব পালিত হচ্ছে। আজ পৌষ পূর্ণিমা থেকেই শুরু হয়ে গিয়েছে শাহি স্নানের তারিখ। দেখে নেওয়া যাক, মহাকুম্ভে কোন কোন দিন রয়েছে শাহি স্নানের তারিখ।
১৪৪ বছর পর বিরল যোগ:-
কুম্ভমেলা বহু ধরনের হয়। কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ, মহাকুম্ভ। চলতি বছরে ১৪৪ বছর পর মহাকুম্ভ আয়োজিত হতে চলেছে। কুর্ম পূরাণ অনুযায়ী ৪ টি কুম্ভ মর্ত্যে আয়োজিত হয়। আর শেষ ৮ কুম্ভ স্বর্গে আয়োজিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি ১৪৪ বছরে আসে মহাকুম্ভ। ৪ বছরে হয় কুম্ভ, ৬ বছরে হয় অর্ধকুম্ভ, ১২ বছরে পূর্ণ কুম্ভ, আর ১৪৪ বছরে মহাকুম্ভ। এই ১৪৪ বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয়। আর ২০২৫ সালের মহাকুম্ভ সেই পূর্ণ কুম্ভ ঘিরে একটি বড় দিক।
শাহি স্নানের তারিখ:-
আজ ১৩ জানুয়ারি ২০২৫ সালে রয়েছে কুম্ভমেলার স্নান।
এরপর রয়েছে, মকর সংক্রান্তিতে ১৪ জানুয়ারি, ২০২৫ প্রথম শাহি স্নান।
তারপর, ২৯ জানুয়ারি ২০২৫ মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহি স্নান।
এরপর, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় শাহি স্নান রয়েছে।
এরপর, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ সালে মাঘ পূর্ণিমায় রয়েছে স্নানের পূণ্য দিন।
সর্বশেষ দিনটি হল, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ সালে মহাশিবরাত্রিতে শেষ শাহি স্নান।
( Vakri Mangal Astrology: সময় আসছে মঙ্গলের কৃপা করার! ভাগ্যোদয়ের লিস্টে ৩ রাশি, লাকি কারা?)
(Paush Purnima 2025 Tithi: পৌষ পূর্ণিমা ২০২৫ শুরু হয়ে গিয়েছে, তিথি আর কতক্ষণ থাকবে? রইল পঞ্জিকামত)
কোথায় কোথায় কুম্ভমেলা হয়?
এই ঘটনাটি প্রতি ৪ বছরে একবার ঘটে। চারটি অবস্থানের মধ্যে মেলা ঘুরিয়ে ফিরিয়ে হয়, সেগুলি হল, হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক। মেলা চলাকালীন, লক্ষ লক্ষ ভক্ত ও সাধু পবিত্র নদীতে স্নান করতে জড়ো হন, পাপ থেকে মুক্তি চায়। হরিদ্বারে গঙ্গার তীরে, মধ্য প্রদেশে শিপ্রার তীরে উজ্জয়িনীতে, মহারাষ্ট্রের নাসিকে গোদাবরীর তীরে, এবং উত্তর প্রদেশের প্রয়াগরাজে, গঙ্গা, যমুনা ও ধর্মীয় মান্যতা অনুসারে সরস্বতীর সঙ্গমের তীরে আয়োজিত হয় কুম্ভ মেলা।