৩০ বছর পর এবার তৈরি হতে চলেছে মহাভাগ্য রাজযোগ। এরফলে একাধিক রাশির জাতক জাতিকারা শুভ সময়ের মুখ দেখতে পাবেন। কিছু কিছু রাশির জাতক জাতিকারা এই সময়ে অপার ধনলাভ করার সুযোগ পাবেন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এর দ্বারা লাভবান হতে চলেছে।
1/5জ্যোতিষশাস্ত্র মতে, নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন হয়। এই রাশি পরিবর্তনের ফলে বহু শুভ অশুভ যোগ তৈরি হয়। যার প্রভাব মানবজীবন ও পৃথিবীতে পড়ে। উল্লেখ্য আসন্ন সময়ে ৩০ বছর পর একটি অতি শুভ রাজযোগ তৈরি হতে চলেছে। যার প্রভাব সমস্ত রাশির জীবনেই পড়বে। (HT_PRINT)
2/5৩০ বছর পর এবার তৈরি হতে চলেছে মহাভাগ্য রাজযোগ। এরফলে একাধিক রাশির জাতক জাতিকারা শুভ সময়ের মুখ দেখতে পাবেন। কিছু কিছু রাশির জাতক জাতিকারা এই সময়ে অপার ধনলাভ করার সুযোগ পাবেন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এর দ্বারা লাভবান হতে চলেছে। (HT_PRINT)
3/5ধনু- আর্থিক দিক থেকে এই সময় উন্নতি দেখা যাবে। এই সময় ধনলাভের যোগ থাকবে তুঙ্গে। মার্চের পর থেকে চাকরিরতদের বেতন বৃদ্ধি হতে পারে। হতে পারে কোনও প্রমোশন। পেশাগত জীবনে আপনার ব্যক্তিত্ব আগের থেকে অনেকটাই উন্নতির দিকে যাবে। যাঁদের রোজগার নেই, তাঁরা আয়ের সুযোগ খুঁজে পাবেন। বেকাররা পাবেন চাকরি। জানুয়ারি মাসে আপনি শনির সাড়েসাতি থেকে মুক্তি পেয়েছেন। ফলে এবার সব ক্ষেত্রে পাবেন উন্নতির দেখা। (HT_PRINT)
4/5মিথুন- মহাভাগ্য রাজযোগ আপনাদের জন্য খুবই লাভপ্রদ হবে। এই সময় সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি থেকে আপনি পেতে পারেন ব্যাপক লাভ। গৃহস্থ জীবনে আসবে উন্নতির দেখা। আপনাদের গোচর কুণ্ডলীতে হংসরাজযোগ। এতে হবে আপনার আকস্মিক ধনলাভ। (HT_PRINT)
5/5কর্কট- মহাভাগ্য রাজযোগের দ্বারা ভালো দিন আপনাদেরও শুরু হতে চলেছে। এই সময়কালে আপনারা বিদেশ যাত্রা করতে পারবেন। বিদেশের সঙ্গে জড়িত রয়েছে যাঁদের ব্যবসা তাঁরা দেখতে পাবেন উন্নতির মুখ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রদের জন্য সময় ভালো কাটতে চলেছে। যেকোনও কঠিন পরীক্ষায় পাশ হতে পারবেন পরীক্ষার্থীরা। জমি, গাড়ি কিনতে পারবেন।(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা।) প্রতীকী ছবি (HT_PRINT)