ईश्वर शरण शुक्ल, कानपुर : মহা কুম্ভ কল্পবাস ২০২৫: সোমবার, পৌষ পূর্ণিমা উত্সব উপলক্ষে, গঙ্গায় পবিত্র ডুব দিয়ে সঙ্গমের বালিতে এক মাসব্যাপী কঠিন কল্পবাস শুরু হবে। কল্পবাস ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়ে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মাঘী পূর্ণিমা স্নান হবে ১২ জানুয়ারি। সোমবার পৌষ পূর্ণিমার শুভ সময়ে স্নান করার পর, কল্পবাসী তীর্থযাত্রী পুরোহিতদের সাথে কল্পবাসের শপথ নেবেন। এটি বিশ্বাস করা হয় যে এই সময়কালে শস্য যেভাবে বৃদ্ধি পায়, কল্পবাসীর সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় যারা এটি বপন করেন। শিবিরের এক কোণে ভগবান শালগ্রাম স্থাপন করে কল্পবাসী জপ, তপস্যা ও মানস পাঠ করবেন। নিজের হাতে তৈরি খাবার খাবেন কল্পবাসী। বিজ্ঞানীরা গবেষণায় পেয়েছেন যে কল্পবাস একজন ব্যক্তির মানসিক শক্তি সরবরাহ করে।
কল্পবাসের ২১টি কঠিন নিয়ম:-
সঙ্গমের বালিতে প্রচণ্ড ঠান্ডার মধ্যে কল্পবাসের নিয়ম মেনে চলা সবচেয়ে কঠিন বলে মনে করা হয়। এই নিয়মগুলির মধ্যে রয়েছে সত্য বলা, অহিংসা, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, জীবের প্রতি দয়া, ব্রহ্মচর্য পালন, আসক্তি ত্যাগ করা, ব্রহ্ম মুহুর্তে জেগে ওঠা, প্রতিদিন তিনবার পবিত্র নদীতে স্নান, ত্রিকাল সন্ধ্যা, পূর্বপুরুষের পিন্ডদান, দান, তুলসী রোপণ, জপ, সংকীর্তন, সোনা পরা যাবে না, ক্ষেত্র সন্ন্যাস নিতে হবে, মাটিতে শুতে হবে, ধ্যান করতে হবে, সঙ্গমে লিপ্ত হওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না। ইত্যাদি এতে ব্রহ্মচর্য, উপবাস, দেবতার পূজা, সৎসঙ্গ ও সাধ্যানুযায়ী দান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
( Shukra and Rahu yuti: দৈত্যগুরু শুক্রের সঙ্গে রাহুর যুতি আসছে! ভাগ্যে তুলকালাম উন্নতি মেষ সহ ৩ রাশির)
( QR Code Scam: দোকানের বাইরে লাগানো QR কোড উড়িয়ে প্রতারকদের কোড সাঁটিয়ে দেদার টাকা লুটের ফাঁদ! ধৃত১)
পাপ থেকে মুক্তি:-
টিকরমাফী আশ্রম, ঝুনসির স্বামী হরিচৈতন্য ব্রহ্মচারী বলেন, শাস্ত্রে বলা আছে গৃহজীবনে মানুষ সজ্ঞানে বা অজান্তে অনেক পাপ করে থাকে। তীর্থরাজ প্রয়াগে এক মাস কল্পবাস করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মৎস্যপুরাণ অনুসারে, প্রতিদিন কোটি কোটি গরু দান করলে কল্পবাসের ফল একই।